ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

আইনজীবী ফোরামের দ্বন্দ্ব নিরসনে বৈঠক

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট বারের সভাপতি পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের দায়িত্ব গ্রহণ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বন্দ্ব- কলহ নিরসনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। বৈঠকে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, আলহামদুলিল্লাহ আলোচনা সফল হয়েছে। 

এদিকে দুপুরে মাহবুব উদ্দিন খোকনের অনুসারীরা ফোরামের কিছু নেতা কর্তৃক অসম্মানের অভিযোগ এনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় তারা ফোরামের শীর্ষ এক নেতার সমালোচনা করে বক্তব্য রাখেন। আইনজীবী ফোরামের এমন উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি বাড়ছে। ফোরামের মধ্যকার দ্বন্দ্বে বিস্মিত, হতবাক নেতাকর্মীরা। ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মু. কাইয়ুম মানবজমিনকে বলেন, ২০২১-২২ সালে যখন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন সরকারবিরোধী কর্মসূচি পালন করতে বেগ পেতে হচ্ছিল। তখনো বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দাপটের সঙ্গে সরকারবিরোধী নানা কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচি শুধুমাত্র সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেই সীমাবদ্ধ ছিল না, রাজপথেও নানা কর্মসূচি পালন করেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের  সভাপতির দায়িত্ব গ্রহণ নিয়ে ফোরামের দুই শীর্ষ নেতার (মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল) মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।

বিজ্ঞাপন
এ ঘটনায় ফোরামের সাধারণ আইনজীবী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এই অবস্থার দ্রুত নিরসন না হলে আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও রাজপথে আগে যেভাবে কর্মসূচি পালন করেছে, সামনে তা অব্যাহত রাখা কঠিন হবে। আমরা দ্রুত এই দুই নেতার দ্বন্দ্বের অবসান চাই। এক্ষেত্রে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নীতি নির্ধারকদের হস্তক্ষেপ কামনা করছি। দুই নেতার দ্বন্দ্বের ফলে বিরোধী পক্ষ সুযোগ নেবে বলে আমি মনে করি।

সাম্প্রতিক এই ঘটনায় শুধু আইনজীবী নেতাই নন তার মতো প্রায় সব জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দসহ সদস্যরা অস্বস্তি প্রকাশ করছেন। এমন আরেকজন হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের বিশেষ সম্পাদক শামসুল ইসলাম মুকুল। তিনি মানবজমিনকে বলেন, সুপ্রিম কোর্টে দুই নেতার মধ্য যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে আমরা অস্বস্তিতে আছি। আমরা নিজেরাই নিজেদের মধ্যে স্ববিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েছি। এটা আসলে ব্যক্তিগত দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের প্রভাব ফোরামেও পড়ছে। এ ঘটনায় আমাদের নানা জন নানা কথা বলছেন।  আমাদের প্রতিপক্ষ দলের লোকজন আমাদের দেখে হাসাহাসি করছেন। বিষয়টি এমন, সবাই জিতবো খেলায় মেতে উঠেছে।

দ্বন্দ্ব নিরসনে ও আইনজীবী ফোরামের অস্তিত্ব রক্ষায় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয়তা আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া। তিনি মানবজমিনকে বলেন, আইনজীবী  ফোরামের দ্বন্দ্ব নিরসনে আলোচনা হচ্ছে। এই দ্বন্দ্ব নিরসন করা না গেলে ফোরামে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা যেকোনো সময় সংঘাতে রূপ নিতে পারে।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status