অনলাইন
রুমায় ছাত্রলীগ সভাপতিসহ কেএনএফ’র ৭ সদস্য গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
(৭ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন
বান্দরবানে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান। এই অভিযান থেকে গ্রেপ্তার করা হয়েছে রুমা ছাত্রলীগ সভাপতিসহ কেএনএফ’র আরো ৭ সদস্যকে।
মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে কেএনএফ’র সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার রাতে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করার কথা বলা হয়।
ঐতিহ্যগতভাবে ব্যাংক ডাকাতিতে কারা থাকতে পারে তা আবারো স্পষ্ট হলো কি না !
আরে ভাই, এটা প্রিন্টিং মিসটেক। ও হল কে এন এফ লীগ সভাপতি।
None who are connected with the crime should be brought under trial.
বাংলাদেশে যা কিছু সৃষ্টি অকল্যাণকর। আওয়ামীলীগের তাতে আছে অবদান হোক সে নারী কিংবা নর।
ছাত্রলীগ সভাপতি মনেহয় কোনো একদিন ছাত্রদলের বা শিবিরের সদস্য ছিল। হাসা মাহমুদ বলেনা কেন?
জনাব ড. হাছান মাহমুদ এবং ওবায়দুল কাদের আপনারা কোথায়? ভুল প্রতিবেদন করে সেখানে ছাত্রলীগ সভাপতি জড়িত করেছে। ছাত্রলীগের সভাপতি না আপনারা বলেন সে ছাত্রদলের সভাপতি !!!???
এতদিন দুষ্ট লোকেরা যা বলতো তাহলে সেই সকল বিষয়ই সত্য ধরে নেয়া যাবে !
বুঝলাম না , কে এন এফ এর সাথে ছাত্রলীগের সম্পর্ক কি ,, তাহলে কে এন এফ আওয়ামীলীগ ইন্ডিয়া সংগঠন শুধুমাত্র বাংলাদেশের জনগণের মন নিয়ে খেলছে , বাংলাদেশ ছাত্রলীগ এখন ভয়ংকর রূপ ধারণ করেছে।
শুধু যে ছাত্রলীগ জড়িত তা নয়,সব লীগই জড়িত
মন্তব্যের দরকার কি? সরকারের যোগসাজোশ দিবালোকের মত পরিস্কার।।
বাহ ! এতো কেঁচো খুড়তে সাপ ! শেষ পর্যন্ত ছাত্রলীগ নিজেদের পুরনো ঐতিহ্যে ডাকাত ও জঙ্গি সর্দার হিসাবে ফিরে আসলো ! সাবাস !
নাটক মঞ্চস্থ হওয়ার আগেই প্রকাশ হয়ে গেছে। যার জন্য বিরোধী দল (বি এন পি, জামাতের) লোক বলে চালাতে পারে নাই।
ছাত্রদল, জামাত-শিবিরের সভাপতি গ্রেফতার হলে,হাসান মাহমুদ ও বইল আরাফাত কি বলতেন?
Owao sonar chele .
বাংলাদেশের যত খারাপ কাজ হচ্ছে সব আওয়ামী লীগ জরিত।
আমার মনে হয় প্রতিবেদন ভুল, হাসান মাহমুদ বিএনপির কানেকশন খুঁজছে,, সেখানে ছাত্রলীগ সভাপতি জড়িত হতে পারে না। ছাত্রলীগের সভাপতি কে বিএনপির লোক বানিয়ে দিলেই তো চলে!!!???