ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

তীব্র তাপদাহে পানি ও স্যালাইন বিতরণ করলো শিবির

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:১০ অপরাহ্ন

mzamin

দেশে তীব্র তাপদাহে রিকশাওয়ালা ও সাধারণ শ্রমজীবি মানুষদের মাঝে সাদা ক্যাপ, সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবির। বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও পশ্চিমের সভাপতি এমএ জামান ভূঁইয়া এবং সেক্রেটারি এইচএমএস মাহমুদের নেতৃত্বে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশন, রেডিও, শিশুমেলা, শ্যামলী এলাকায় এসব বিতরণ করা হয়। এসময় মহানগর, শেরেবাংলা নগর থানা এবং তেজগাঁও কলেজ থানার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

জামান ভূঁইয়া বলেন, তীব্র তাপদাহ চলছে সারা দেশজুড়ে। ক্রমশ বেড়ে চলছে গরমের তীব্রতা। অঞ্চল ভেদে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে গরমের তীব্রতা। গরমের তীব্রতায় শরীর ঠান্ডা ও সুস্থ রাখা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। চলমান এ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। জীবিকার তাগিদে প্রখর খরতাপ উপেক্ষা করেও তারা রাস্তায় বের হচ্ছে তাদের। বিশেষত ঢাকার রিকশাচালকরা পড়েছে মহাবিপদে। তীব্র গরম উপেক্ষা করে যাত্রী ধরতে খোলা আকাশের নিচে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। 
তিনি বলেন, তপ্ত রোদেও থামাতে পারেনি নিম্নআয়ের এসব মানুষের রিকশার প্যাডেল।

বিজ্ঞাপন
রাজধানীর ৪০ শতাংশ মানুষ তাদের নিয়মিত যাতায়াতের জন্য রিকশার ওপর নির্ভরশীল। অক্লান্ত পরিশ্রম করেন তারা। আজ সেই রিকশাওয়ালাদের মুখে সামান্য হাসি ফুটানোর জন্য আমরা এখানে এসেছি। ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যেগে আজ আমরা রিকশাওয়ালা ও সাধারণ শ্রমজীবি মানুষদের মাঝে সাদা ক্যাপ ও সুপেয় পানি বিতরণ করেছি। সামান্য উপহারে রিকশাওয়ালাদের হাসি আমাদের বিমোহিত করেছে।

জামান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ-জাতির সংকট ও দুর্যোগ মুহূর্তে ত্রাণ বিতরণ, উদ্ধারকাজ, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ও ওষধ বিতরণ, পরিষ্কার-পরিছন্নতা অভিযান, বাধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধ, সবার জন্য শিক্ষা, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ, পথশিশুদের আশ্রয়দান, রক্তদান ও ব্লাড গ্রুপিংসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে শিবির সাধারণ ছাত্রজনতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। নির্ভয়ে যদি ছাত্রশিবির কাজ করতে পারে তবে প্রতিটি মানুষের কষ্ট লাঘবের জন্য ছাত্রশিবিরকে প্রথম কাতারেই পাওয়া যাবে, ইনশাআল্লাহ।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status