ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুক্রবার

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন

mzamin

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি মন্দিরে আগুন এবং দুই শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগ উত্তর ও দক্ষিণের উদ্যোগে শুক্রবার বাদ জুমা এই মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।

বিবৃতিতে রেজাউল করীম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসলাম ও ইসলামী মুল্যবোধ ভুলুণ্ঠিত হচ্ছে সর্বত্র। একদিকে জনমতকে উপক্ষো করে শরীফ থেকে শরীফার গল্প কারিকুলামে বহাল রাখার অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে। অপরদিকে চট্টগ্রামে চক্ষু হাসপাতালে বোরকা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। ফরিদপুরের মধুখালিতে মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে দুই সহোদর হাফেজে কোরআনসহ তিনকে হত্যা ও অনেককে আহত করেছে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়। কিন্তু সরকারের কোন বক্তব্য নেই এক্ষেত্রে। কারণ কী? তাহলে কি দেশ ভারতের করতলে চলে গেছে? মধুখালির ঘটনায় সরকারের ব্যর্থতা নাকি মুসলিম ও হাফেজে কোরআন বলে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে।

তিনি বলেন, বৃষ্টির জন্য আল্লাহর রহম কামনা করে সালাতুল ইস্তেসকার আয়োজন করতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
মুসলমানের ভুমিতে নামাজ হবে, ইফতার হবে, কোরআনের ক্লাস হবে, ইসলাম চর্চা হবে-এটাই স্বাভাবিক। কিন্তু কী হচ্ছে? মাহে রমজানের পবিত্রতা নষ্ট করে ঢাবিতে হোলি খেলা হয়, তাতে তো কোন নিষেধাজ্ঞা দেয়নি ঢাবি র্কর্তৃপক্ষ।

চরমোনাই পীর বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ নিয়ে চক্রান্ত করলে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ঈমানদার জনতা নিরবে বসে থাকবে না। প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে হলেও দেশ ও ইসলামবিরোধী চক্রান্ত রুখে দাড়াবে।

 

পাঠকের মতামত

সকল মুসলমানের উচিৎ এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে এ সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জবাব দেয়া

Minir
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:০২ অপরাহ্ন

শুক্রবার ভিত্তিক আন্দোলন বাদ দিয়ে জনগণের কাতারে আসুন।

abdul wohab
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৫ অপরাহ্ন

নামে ৯২% মুসলিম । বাস্তবে ১০% মুসলিম আছে কিনা সন্দেহ । কারণ মুসলিম হতে হলে আমলে আখলাকে মুসলিম হতে হয় । মুসলমানের বাস্তব প্রতিফলন প্রতিটি কথায় কর্মে ফুটে উঠতে হবে ।

Titu Meer
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৭:১৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status