ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সোনাখচিত কাপড় পরে দুবাই থেকে আসলেন নোয়াখালীর জিয়াউল, অতঃপর...

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
mzamin

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে স্বর্ণের কাপড় পরে আসা এক ব্যক্তিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আটক করা হয়েছে। এ সময় তার পরিহিত আন্ডারওয়্যার, সেন্ডো গেঞ্জি ও প্যান্ট খুলে  জুয়েলার্সে নিয়ে গিয়ে ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ ফ্লাইটে করে আসা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা মো. জিয়াউল হকের কাছ থেকে বিশেষ কায়দায় আনা এসব স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ মানবজমিনকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ থাকায় দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউল হককে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিশেষ কায়দায় আনা ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। তিনি বলেন, উক্ত ব্যক্তি বিমানবন্দর টারমিনাল ত্যাগের পূর্ব মুহূর্তে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক আটক হন। এই যাত্রী তার পরিহিত সেন্ডো গেঞ্জি, ফুলপ্যান্ট ও আন্ডাওয়্যারের ভেতরে স্বর্ণের প্রলেপ দিয়ে লুকিয়ে উক্ত স্বর্ণ চোরাচালানের চেষ্টা করেছিল যার ওজন ১ কেজি ৪২৯ গ্রাম। একইসঙ্গে তার কাছ থেকে ২টি স্বর্ণের বার (২৩৩ গ্রাম) ও ১০০ গ্রাম স্বর্ণালংকারও উদ্ধার করা হয়। আটক এই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status