কলকাতা কথকতা
আইএসএফের প্রতিবাদ মিছিল আজ, অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে কলকাতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৫ জানুয়ারি ২০২৩, বুধবার, ১০:৫৮ পূর্বাহ্ন
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ পথে নামছে আইএসএফ। শিয়ালদহ স্টেশন থেকে রানি রাসমণি রোড পর্যন্ত এই পদযাত্রার পর ধর্মতলায় আইএসএফের সভা। শনিবার আইএসএফ সমর্থক এবং পুলিশের খণ্ডযুদ্ধের কথা মানুষের স্মৃতিতে এখনও দগ দগে। ঘায়ের মত টাটকা। তার ওপর নৌশাদ এখনও পুলিশ হেফাজতে লালবাজারের সেন্ট্রাল লকআপে। মঙ্গলবার ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকি লালবাজারে গিয়েছিলেন নৌশাদ এর সঙ্গে দেখা করতে। সাংবাদিকদের তিনি বলেন, ফুরফুরা শরীফ এর অভিমান আহত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশেই এসব হচ্ছে। অথচ মমতা ক্ষমতায় আছেন সংখ্যালঘু ভোটের সমর্থনে। এই দ্বিচারিতা তাঁরা মানবেন না। বুধবার উপযুক্ত জবাব দেবেন। এই উপযুক্ত জবাবের আন্দাজ পেয়ে কলকাতা পুলিশও তৈরি। শিয়ালদহ থেকে রানি রাসমণি রোড আসার পথে জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নামছে, আকাশে উড়ছে ড্রোন, তৈরি থাকছে সাজোয়া বাহিনী, টিয়ার গ্যাস ও জল কামান। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকি বুধবার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, নৌশাদ সিদ্দিকি তাঁর ভাইপো। কিন্তু সে রাজনৈতিক জার্সি পরে নিয়েছে। ফুরফুরার পীরজাদা বংশের কেউ আক্রান্ত হলে পীরসাহেবরা রাস্তায় নেমে পড়তো। মমতা বন্দোপাধ্যায় প্রশাসন বুঝতে পারতো তাদের সাহস কত। তোহা মানবজমিনকে বলেন, সেদিন আইএসএফ কর্মীদের পুলিশকে ঢিল মারা তিনি দেখেছেন, দেখেছেন পুলিশের সীমাহীন পাল্টা আক্রমণও। তোহা বলেন, অন্য রাজনৈতিক দল গাড়ি পোড়ালেও এই রকম আক্রমণের খাঁড়া নেমে আসে না। বিজেপি যে এই সুযোগ কাজে লাগিয়ে মমতা বিরোধিতার জন্যেই আইএসএফের পাশে দাঁড়াচ্ছে তা মনে করিয়ে দিয়ে তোহা বলেন, এঁদের চিনে নিতে হবে। যোগী আদিত্যনাথের জুজু দেখিয়ে একদা এই বিজেপিই তো মুসলমানদের ভয় দেখাতো! তোহা বারবার বলেন, মমতা বন্দোপাধ্যায়কে মনে রাখতে হবে এই ফুরফুরা শরীফের নির্দেশেই সংখ্যালঘু মুসলমানরা তাঁকে ভোট দিয়েছিলো, আবার এই ফুরফুরার নির্দেশেই তারা মুখ ঘুরিয়ে নিবে। তাই এমন কিছু করা উচিত নয় যাতে ফুরফুরার আবেগ আহত হতে পারে। কাশেম সিদ্দিকির গঙ্গোনে আগুনের মত ভাষণ, তোহা সিদ্দিকির সতর্কবার্তা, পুলিশের প্রস্তুতি- সব মিলে তপ্ত কড়াই এখন কলকাতা। সাধারণতন্ত্র দিবস আর সরস্বতী পুজোর আগের দিন শহর কি রূপ নেয় তা দেখার অপেক্ষায় সকলে।