ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সংরক্ষিত নারী আসন

জামানত ও ভোটের সময়সীমা দ্বিগুণ করতে চায় ইসি

স্টাফ রিপোর্টার
২৩ জানুয়ারি ২০২৩, সোমবার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামানতের পরিমাণ ও নির্বাচনের সময়সীমা দ্বিগুণ করার বিধান রেখে আইন সংশোধনের একটি প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ২০০৪ সালের আইন অনুযায়ী জামানতের পরিমাণ ১০ হাজার টাকা। এখন তা বাড়িয়ে ২০ হাজার টাকা করতে চায় ইসি। গতকাল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় আইনটির আরও কিছু ধারার সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। বলেন, আইনের কয়েকটি অনুচ্ছেদ ও ধারায় সংশোধনীর প্রয়োজন ছিল। কমিশনার রাশেদা সুলতানার নেতৃত্বাধীন একটি কমিটি আইনের সুপারিশগুলো তৈরি করে ওই সংশোধনীর খসড়া কমিশন সভায় উপস্থাপন করেছেন। কমিশন সেটা অনুমোদন দিয়েছে।
সচিব জানান, এ খসড়া এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে মন্ত্রিসভায় যাবে। তারপর যাবে সংসদে।

বিজ্ঞাপন
এভাবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পাস হবে। আর এই সংশোধনীর প্রস্তাব পাস না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হবে।
ইসি সচিব জানান, ২০০৪ সালের আইনে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল ৪৫টি। পরে তা বাড়িয়ে ৫০টি করা হলেও আইনে সেটা সংশোধন না করে সংবিধানের তফসিলে সংশোধন করা হয়েছিল। এখন সেটা আইনের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ছাড়া বিদ্যমান আইনে সংরক্ষিত আসনে নির্বাচনের সময়সীমা রয়েছে ৪৫ দিন। সংশোধনে তা সাধারণ সংসদ সদস্যের নির্বাচনের মতো ৯০ দিন করা হয়েছে। সভায় ইভিএম বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। 
এদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, আগামী ২৩শে জানুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসি’র বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্রপতি পরবর্তী মেয়াদে আর রাষ্ট্রপতি হতে পারবেন না। কারণ দেশের সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে থাকতে পারেন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status