বিনোদন
মুখ খুললেন সানি লিওন
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

বর্তমানে বলিউডের অভিনেত্রী হলেও নীল সিনেমার জগতে সানি লিওনের ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। বর্তমানে অভিনয় কিংবা আইটেম গানে নাচ- সব কিছুতেই নিজেকে মেলে ধরেন। এখন সিনেমা, ওয়েব সিরিজ, টেলিভিশন শো নিয়ে ব্যস্ত তিনি। তবে বলিউডে এসে কটাক্ষ, বিদ্রুপ কম শুনতে হয়নি সানিকে। নীল ছবির জগৎ নিয়ে সেভাবে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। বার বার এ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি। তবে বেশ কিছুদিন আগে একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে সানির অন্য এক দিক প্রকাশ্যে আসে। সেখানেই নীল ছবির জগৎ সম্পর্কে ভুল ধারণা ভাঙান। হাস্যরসের মোড়কে বলিউডকে একহাত নেন সানি। শুধু তাই নয় বলিউডকে ঠেস দিয়ে অভিনেত্রী বলেন, পর্ন ছবিতে অভিনয় করতে গেলে ফর্সা রং, উচ্চতা থাকার প্রয়োজন।