কলকাতা কথকতা
নেতাজির জন্মদিনের আগেই আরএসএস অনুষ্ঠান নিয়ে বিতর্ক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:১৬ পূর্বাহ্ন
নেতাজি সুভাষ চন্দ্র বোস কট্টর হিন্দু হলেও, ধর্ম নিরপেক্ষ ছিলেন। ধর্ম নিয়ে বাড়াবাড়িতে তার সায় ছিল না। আরএসএসের ধর্মীয় গোঁড়ামি তিনি পছন্দ করতেন না- জার্মানি থেকে সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেছেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। তিনি অনুমোদন করতে পারেননি কলকাতার শহীদ মিনারের পাদদেশে সোমবার নেতাজি জন্মতিথি উপলক্ষে আরএসএসএর সমাবেশকে। এই সমাবেশে প্রধান বক্তা আরএসএস প্রধান মোহন ভাগোবৎ। অনিতা বলেছেন, সভা নয়, আরএসএস যদি ধর্মীয় গোঁড়ামি বাদ দিয়ে নেতাজির মতো সব ধর্মকে নিয়ে একসঙ্গে চলার উদারতা দেখাতে পারে সেটাই হবে নেতাজির প্রতি সঠিক সম্মাননা প্রদর্শন। উল্লেখযোগ্য, কলকাতার নেতাজি পরিবারও আরএসএসের এই সমাবেশকে অনুমোদন করছে না।
এদিকে আরএস এসের বক্তব্য, নেতাজি আরএসএসের সঙ্গে একসঙ্গে কাজ করতে চেয়েছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজ এবং আরএসএসকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়াও আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলরাম হেডগাওকার এর সঙ্গে নেতাজির নিবিড় সম্পর্ক ছিল। নেতাজি পরিবারের সদস্য, বিজেপির প্রাক্তন সাংসদ চন্দ্র কুমার বোস বিষয়টিকে হাস্যকর বলে অভিহিত করেন।