কলকাতা কথকতা
নেতাজির জন্মদিনের আগেই আরএসএস অনুষ্ঠান নিয়ে বিতর্ক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৮ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:১৬ পূর্বাহ্ন
নেতাজি সুভাষ চন্দ্র বোস কট্টর হিন্দু হলেও, ধর্ম নিরপেক্ষ ছিলেন। ধর্ম নিয়ে বাড়াবাড়িতে তার সায় ছিল না। আরএসএসের ধর্মীয় গোঁড়ামি তিনি পছন্দ করতেন না- জার্মানি থেকে সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেছেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। তিনি অনুমোদন করতে পারেননি কলকাতার শহীদ মিনারের পাদদেশে সোমবার নেতাজি জন্মতিথি উপলক্ষে আরএসএসএর সমাবেশকে। এই সমাবেশে প্রধান বক্তা আরএসএস প্রধান মোহন ভাগোবৎ। অনিতা বলেছেন, সভা নয়, আরএসএস যদি ধর্মীয় গোঁড়ামি বাদ দিয়ে নেতাজির মতো সব ধর্মকে নিয়ে একসঙ্গে চলার উদারতা দেখাতে পারে সেটাই হবে নেতাজির প্রতি সঠিক সম্মাননা প্রদর্শন। উল্লেখযোগ্য, কলকাতার নেতাজি পরিবারও আরএসএসের এই সমাবেশকে অনুমোদন করছে না।
এদিকে আরএস এসের বক্তব্য, নেতাজি আরএসএসের সঙ্গে একসঙ্গে কাজ করতে চেয়েছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজ এবং আরএসএসকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়াও আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলরাম হেডগাওকার এর সঙ্গে নেতাজির নিবিড় সম্পর্ক ছিল। নেতাজি পরিবারের সদস্য, বিজেপির প্রাক্তন সাংসদ চন্দ্র কুমার বোস বিষয়টিকে হাস্যকর বলে অভিহিত করেন।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত
সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি
দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]