ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সরিষা ক্ষেতে জন্ম নেয়া সন্তানকে নিতে দরকষাকষি

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৩, শনিবার
mzamin

এক নারী রাস্তার ধারে প্রসব বেদনায় ছটফট করতে করতে সরিষা ক্ষেতে ঢলে পড়েন। এমন দৃশ্য স্থানীয়রা দেখতে পেয়ে কয়েকজন নারীর সহযোগিতায় ওই সরিষা ক্ষেতেই জন্ম হয় ফুটফুটে এক কন্যা সন্তান। এরপরই পরিচয়হীন ওই নারীর অবস্থার অবনতি দেখে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল থেকে নবজাতক শিশুকে রেখে সন্ধ্যায় উধাও হয়ে যান মা। 
এরপরই স্থানীয়দের মধ্যে শিশুর মালিকানা নিয়ে শুরু হয় বিবাদ। কেউ বলে ওই নারীকে হাসপাতালে পৌঁছে দিয়েছি, তার চিকিৎসার সরঞ্জাম দিয়েছি; সেজন্য এ নবজাতক তার। আবার কেউ বলে আমি প্রথম দেখেছি নবজাতকটি আমার। যে জমিতে নবজাতকটি জন্মগ্রহণ করে সেই জমির মালিকও নবজাতকের দাবি জানান। এভাবে তর্কাতর্কির পরে শুরু হয় দর-কষাকষি। দাম ৫০ হাজার থেকে এক লাখ, তারপর গিয়ে থামে দেড় লাখে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন এলাকায়।

বিজ্ঞাপন
এমন চাঞ্চল্যকর সংবাদটি সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে থানার ওসি দেবাশীষ চৌধুরীসহ মেডিকেল টিম, উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সদস্যদের নিয়ে হাজির হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, ‘ঘটনা জানার পর হাসপাতালে আসতেই কয়েকজন দম্পতি হাজির। নবজাতকে এম্বুলেন্সে শিশু সদনে নেয়ার প্রস্তুতিকালে এক দম্পতি কান্না শুরু করেন। যেকোনো কিছুর বিনিময়ে তারা নবজাতকের মা-বাবা হতে চান।’ বিষয়টি অনুধাবন করতে পেরে ওই দম্পতির হাতে কন্যাটিকে তুলে দেয়া হয়। বাচ্চাটির নাম দেয়া হয় জয়ীতা। শুভাশিস বলেন, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। ছবি দেখে শনাক্তকরণের চেষ্টা চলছে। তবুও যাদের নিকট শিশুটিকে দিয়েছি তাদের থেকে স্ট্যাম্পে স্বাক্ষর রাখি এবং প্রতি তিন মাস পরপর উপজেলায় হাজির হওয়ার শর্ত আরোপ করি। ইউএনও আরও বলেন, ‘আমরা যখন নবজাতকে আনুষ্ঠানিকভাবে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেই, তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status