কলকাতা কথকতা
চিকিৎসকের ভুলে তসলিমা নাসরিন প্রায় পঙ্গু, নিজেই জানালেন সে কথা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৯ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩১ পূর্বাহ্ন

শল্য চিকিৎসকের ভুলে বাংলাদেশের বিশিষ্ট লেখিকা, বিতর্কিত এবং দেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিন প্রায় পঙ্গু হয়ে গেছেন। তসলিমা নিজেই এই কথা জানিয়েছেন। তার শল্য চিকিৎসক হিপ রিপ্লেসমেন্ট করতে গিয়ে ভুল অপারেশন করে তাকে শয্যাশায়ী করে দিয়েছে।
উল্লেখযোগ্য, তসলিমা কিছুদিন আগেই ফেসবুক পোস্ট করে নিজের মৃত্যু সংবাদ দিয়েছিলেন। এরপর তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন সেই ছবি পোস্ট করেন। এখন বোঝা গেল যে, তসলিমা কেন হাসপাতালে আছেন।
উল্লেখযোগ্য তসলিমা জানিয়েছেন, যে বাড়িতে ঢোলা পায়জামায় স্লিপার আটকে পড়ে গিয়ে তিনি বিপত্তিতে পড়েন।
তসলিমা বাংলাদেশ থেকে বিতাড়িত হন তার বিতর্কিত লেখার জন্য। তিনি একজন চিকিৎসক ও লেখিকা। বাংলাদেশের কবি রুদ্র’র সঙ্গে তার প্রথম প্রেম হয়। তারপর বেশ কয়েকটি সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। আপাতত দিল্লিতে নির্বাসনে আছেন।