শিক্ষাঙ্গন
জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ অপরাহ্ন

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাদ দেয়ার সুপারিশ প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব আক্তার উননেছা শিউলীর সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
করোনার সংক্রমণের কারণে গত তিন বছর ধরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরীক্ষা হয়নি। নতুন শিক্ষাক্রমেও এই পরীক্ষা নেওয়ার কথা বলা নেই। এমন অবস্থায় সরকার আনুষ্ঠানিকভাবে এই দুই পাবলিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাঠকের মতামত
শিক্ষা সংক্রান্ত সরকারের কোন সিদ্ধান্তই সঠিক নয় এসব তারই প্রমান। এই দপ্তরের মন্ত্রী ও উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠা অস্বাভাবিক নয়। এবার আবার দেখছি বানর সিপ্পাঞ্জী থেকে নাকি মানুষ হয়েছে। যে দেশের প্রধানমন্ত্রী ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন রোজ কোরআন তেলাওয়াত করেন সেই দেশের পাঠ্যপুস্তকে এসব।
এ সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।
আজ আমরা শিক্ষাক্রম রূপকল্প ২০২১ এর প্রশিক্ষণ শেষ করলাম। আরো প্রশিক্ষণ প্রয়োজন আছে। পাশাপাশি শুধু মাত্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নয়, এ রূপকল্প বাস্তবায়নের লক্ষে দেশের সকল বেসরকারি বা কেজি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের জোর দাবি জানাচ্ছি।
এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই অপরিনামদর্শি সিদ্ধান্ত যারা নিয়েছিলেন তারা আবার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্য পুস্তকে নানা মিথ্যা ইতিহাস ঢুকিয়ে দিয়েছে।এগুলো পরিস্কার করুন।
শুভকামনা। ধন্যবাদ সবাইকে, যাহারা এ সিদ্ধান্ত নেয়ার পেছনে কাজ করেছেন। এলোমেলো শিক্ষা কার্যক্রম থেকে জাতিকে মুক্তি দিন।
অনেক দেরিতে হলেও সিদ্ধান্ত ভালো হয়েছে।