ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

১৫ দিনে বিশেষ অভিযানে গ্রেপ্তার প্রায় ২৪০০০

স্টাফ রিপোর্টার
২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

দেশব্যাপী গত ১লা থেকে ১৫ই ডিসেম্বরের বিশেষ অভিযানে ৭২ জঙ্গি ও তালিকাভুক্ত অপরাধীসহ মোট ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চলাকালে দায়ের হওয়া ৫ হাজার ১৩২টি মামলায় ৮ হাজার জনকে গ্রেপ্তার করা হয়। আর বাকি যে ১৫ হাজার ৯৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে থেকেই আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ১৫ই ডিসেম্বর বিশেষ অভিযান শেষ হয়েছে। এই অভিযানের যোগফল এবং সার্বিক দিক নিয়ে কিছুদিন পর পুলিশ সদর দপ্তরে যে ক্রাইম কনফারেন্স হবে সেখানে বিস্তারিত পর্যালোচনা হবে। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকার আদালত প্রাঙ্গণ  থেকে ২ জঙ্গি পালিয়ে যাওয়ার পর গত ২৯শে নভেম্বর পুলিশ সদর দপ্তর একটি আদেশ জারি করে। ওই আদেশে পুলিশের প্রতিটি ইউনিটকে ১লা থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়। তবে এখনও পর্যন্ত আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক  সোহেলকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১৫ দিনে মোট ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালানো হয়েছে। মোট ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৫৯২টি ইয়াবা, ৮ কেজি ৬০০ গ্রাম হেরোইন, ৫ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল ও ৭ হাজার ৫৮০ কেজি গাঁজা। 
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status