ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

দলীয় পদ ছেড়ে নির্বাচনে সাক্কু

মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১৮ মে ২০২২, বুধবার
mzamin

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীসহ ৬ জন। গতকাল শেষ দিনে দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়াও শেষ সময়ে এসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের প্রবীণ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য এফবিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান। ইমরানের পক্ষে বিকাল ৪টার দিকে ওই মনোনয়নপত্র জমা দিয়েছেন জসিম উদ্দিন আহমেদ নামের একজন বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক। এ ছাড়াও নৌকার প্রার্থী ও বিএনপি’র দুই প্রার্থীসহ মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত নারী পদে ৩৮ ও সাধারণ ওয়ার্ডে ১২০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 
কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র পদে সদ্য সাবেক মেয়র মনিরুল সাক্কুর পক্ষে তার ছোট ভাই এডভোকেট মো. কাইমুল হক রিংকু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দীন কায়সার মনোনয়নপত্র দাখিল করেন। মনিরুল হক সাক্কু বলেন, ‘যে কেউ মনোনয়নপত্র দাখিল করতেই পারে। আমি তো এখনো প্রচারণাই শুরু করিনি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯শে মে। আমার মনোনয়ন বৈধ হওয়ার পর দলের কাছে অব্যাহতি চাইবো।

বিজ্ঞাপন
কিন্তু এর আগে আমাকে দল থেকে বহিষ্কার করলে কিছুই করার নাই। তিনি বলেন, বিএনপিকে বিব্রত করতে চান না। দলের পদ ছেড়েই তিনি নির্বাচনে অংশ নিবেন। 

এদিকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না পেয়ে ‘স্বতন্ত্র’ পদে মনোনয়নপত্র দাখিল করার বিষয়ে বিকালে মাসুদ পারভেজ খান ইমরান বলেন, আমি বিদ্রোহী প্রার্থী না, স্বতন্ত্র পদে নির্বাচনে মাঠে থাকবো। আমার অনেক নেতাকর্মী, অনুসারী ও সাধারণ জনগণ চাচ্ছে আমি নির্বাচনে থাকি, তাদের অনুরোধে নির্বাচন করতে হচ্ছে।’ ইমরান খানের প্রার্থী হওয়ার বিষয়ে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘আওয়ামী লীগের একজন ছোট কর্মীও যদিও দলের মনোনয়নের বাইরে গিয়ে নির্বাচন করে এটা ‘স্বতন্ত্র’ নয় ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ধরে নেয়া হয়। সুতরাং কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করলে বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবেন, এ নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’ 
উল্লেখ্য, কুমিল্লা সিটির ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬শ’ ও নারী ১ লাখ ১৬ হাজার ১৯১ জন। ১০৫ ভোট কেন্দ্রের সবক’টিতে ইভিএমে ভোট নেয়া হবে। নির্বাচন হবে ১৫ই জুন।  
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status