কলকাতা কথকতা
পি কে হালদার ফের রিমান্ডে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ৪:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৯ অপরাহ্ন

ফাইল ছবি
বাংলাদেশের ব্যাংক ফ্রড পি কে হালদার তার চার সহযোগীকে ২৭শে মে পর্যন্ত ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। আরেক অভিযুক্ত শর্মি হালদারকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিশেষ সিবিআই আদালতের বিচারপতি মাসুক হোসেন খান দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে এই আদেশ দেন। অভিযুক্তদের আইনজীবী শেখ আলি হায়দার আবেদন জানিয়েছিলেন জামিনের। ইডির আইনজীবী অভিজিৎ চক্রবর্তী আদালতকে জানান, আরও তদন্তের জন্য অভিযুক্তদের পুলিশ রিমান্ড প্রয়োজন। আদালত সব শুনে আমানা খাতুন ওরফে শর্মি হালদারকে জেল হাজতে ও অন্যদের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য এর আগে গ্রেপ্তারের পর পি কে হালদারকে প্রথম দফায় তিন দিনের রিমান্ডে নেয়া হয়। আজ রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের রিমান্ডের আবেদন জানায় আইনজীবি।
পাঠকের মতামত
ডলা দিবে নি । না শুধু শুধু প্রশ্ন করবে । ডলা না দিলে সত্য কথা বের হবে না ।