বিশ্বজমিন
১৯৪৩ সালে বিয়ে, কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন শতবর্ষী দম্পতি
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৭:২৭ অপরাহ্ন

মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন একশ বছর বয়সী স্বামী-স্ত্রী। তারা একসঙ্গে ছিলেন দীর্ঘ ৭৯ বছর। যুক্তরাষ্ট্রের ওহাইওর ওই দম্পতি গত ৩০শে নভেম্বর মারা যান। হুবার্ট ম্যালিকোট এবং জুন ম্যালিকোটের বিয়ে হয়েছিল ১৯৪৩ সালে। এতদিন একসঙ্গে পথ চলেছেন তারা। মারাও গেলেন একইসঙ্গে।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, মৃত্যুকালে তাদের দুজনেরই বয়স ছিল ১০০ বছর। মৃত্যুকালে এ দম্পতি তিন সন্তান, ১৮ নাতি-নাতনি রেখে গেছেন। শতবর্ষী এই দম্পতির প্রেমের গল্পের শুরু হয়েছিল ১৯৪১ সালে। ওই বছর ওহাইওর হ্যামিল্টনের চার্চ অব গডে তাদের প্রথম দেখা হয়েছিল। এর দুই বছর পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীতে যোগ দেন হুবার্ট। অন্যদিকে ম্যালিকট জাহাজের যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন।
চলতি বছরের শুরুর দিকে তারা একত্রে আরেকটি মাইলফলক উদযাপন করেন। গত ১৩ জুলাই জুন ও ২৩ জুলাই হুবার্ট তাদের ১০০তম জন্মদিন পালন করেন। শুধু তাই নয়, গত ৮ই জুন নিজেদের ৭৯তম বিবাহবার্ষিকীও উদযাপন করেন এই দম্পতি। এ দম্পতির মেয়ে জো ম্যালিকোট বলেছেন, বয়সের তুলনায় তার বাবা বেশ সবল ছিলেন। কিন্তু স্ত্রী মারা যাওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে হৃদয় ভাঙা কষ্ট নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনিও।