বিনোদন
মার্ডার গল্পে জাহিদ-তৌকীর
স্টাফ রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২২, শনিবারদেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। দীর্ঘদিন পর একসঙ্গে ‘কে’ নামের একটি ওয়েব সিরিজে মার্ডার মিস্ট্রির গল্পে তাদের দেখা যাবে। দ্রুতই এর শুটিং শুরু হবে। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এটি পরিচালনা করবেন গৌতম কৈরী। তৌকীর আহমেদ বলেন, রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।