অনলাইন
ফখরুল ও আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
কী অভিযোগে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপির সমাবেশ নিয়ে দুদিন আগে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ৫০ জনের বেশি পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুই বিএনপি নেতাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি-না এই প্রশ্নে হারুন বলেন, জিজ্ঞাসাবাদ শেষ হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।