ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বাংলাদেশের ক্রিকেট আবেগে মুগ্ধ ধাওয়ান

স্পোর্টস রিপোর্টার
৭ ডিসেম্বর ২০২২, বুধবার

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের টিকিট হন্যে হয়ে খুঁজছেন দর্শকরা। টিকিট নাকি শেষ হয়ে গেছে এমনটাই জানিয়েছে  বিসিবি’র কয়েকটি সূত্র। কিছুদিন ধরেই গোটা বাংলাদেশ পুড়ছে ফুটবল জ্বরে। এরপরও প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। দ্বিতীয় ম্যাচেও এর ব্যতিক্রম হবে না বলেই ধারণা করা হচ্ছে। বাংলাদেশের ভক্ত-সমর্থকদের এমন ক্রিকেট ভালোবাসা দেখে মুগ্ধ ভারতের তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ানও। আর সেই কারণেই তিনি দ্বিতীয় ম্যাচের আগে বলেই ফেললেন- এ জাতি (বাংলাদেশ) দারুণ আবেগী। তিনি বলেন, ‘আপনি সবসময়ই এই (ভারত-বাংলাদেশ) দ্বৈরথকে অনুভব করবেন। অবশ্যই সব দলের বিপক্ষেই দ্বৈরথ আছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিছুটা আবেগী। তারা ক্রিকেটটা খুব উপভোগ করে আর প্রবল আগ্রহ নিয়ে আসে মাঠে। এটা ভালো মজার। আমাদেরও এটা আরও আগ্রহী করে।’ প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য এক ইনিংসে ভর করে রোমাঞ্চকর এক জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজের উন্মাদনা যেন আরও বেড়ে গেল। সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে ভারত। দুই দলের লড়াইটা সামপ্রতিক সময়ে দ্বৈরথে রূপ নিয়েছে। ক্রিকেটাররাও এসবে মজা পেতে শুরু করেছেন। এ নিয়ে ধাওয়ান বলেন, ‘এটা মজার, আমি ও আমার দল এমন (প্রতিপক্ষ দর্শকদের চাপ) অবস্থায় খেলতে পছন্দ করি। নিজেদের সেরাটা দিতে চাই। খুব খুশি বাংলাদেশের মানুষ যেভাবে তাদের দল ও ক্রিকেটকে সমর্থন করে। এমন দেখা অনেক সৌভাগ্যের।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status