বিনোদন
তিন ঐতিহ্যকে পরিচিত করবে ইউনেস্কো ও সিসিমপুর
স্টাফ রিপোর্টার
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
বাংলাদেশের অন্যতম তিন ঐতিহ্যবাহী নিদর্শন সুন্দরবন, মসজিদের শহর বাগেরহাট ও পাহাড়পুর বৌদ্ধ বিহারকে আরও পরিচিত এবং জনপ্রিয় করতে একসঙ্গে কাজ করবে ইউনেস্কো এবং সিসিমপুর। এ বিষয়ে গতকাল ইউনেস্কোর ঢাকা কার্যালয়ে ইউনেস্কো এবং সিসিমপুরের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে এই তিন স্থানকে নিয়ে এডুটেইনমেন্ট ভিডিও বানিয়ে সকলকে জানানো হবে বলে জানান।