বিনোদন
‘অবুঝ মন আমার’ ছবিতে নিতু
স্টাফ রিপোর্টার
৭ ডিসেম্বর ২০২২, বুধবার
নতুন ছবিতে যুক্ত হলেন নবাগত অভিনেত্রী করবী জাহান নিতু। সিনেমার নাম ‘অবুঝ মন আমার’। এটি পরিচালনা করছেন হারুন অর রশীদ এবং প্রযোজনা করছেন বড়ুয়া মনোজিত ধীমন। বাংলা টকিজ-এর ব্যানারে নির্মাণ হচ্ছে সিনেমাটি। নিতু জানান, এটি পাহাড়ি পটভূমির প্রেমের গল্প। সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বরের ১৭ তারিখে।