বিনোদন
পাকিস্তানি নায়িকার বেবি বাম্পের ছবি ঘিরে সমালোচনার ঝড়
বিনোদন ডেস্ক
(২ বছর আগে) ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

দেহের মধ্যে বড় হচ্ছে সন্তান, আর এই আনন্দে বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন পাকিস্তানের অভিনেত্রী আরমিনা খান। সিল্কের কাপড় আর স্বামীর হাত দিয়ে বাম্পের স্থানে জড়িয়ে ধরে আছেন এমন ছবি প্রকাশ করে তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। সমালোচনার এক পরিস্থিতিতে ইনস্টাগ্রামের কমেন্টের অপশন বন্ধ করে দেন তিনি। কিন্তু বন্ধ করার আগেই ছবিটির স্কিনশট ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে তোপের মুখে পাকিস্তানের ছোট এবং বড় পর্দার অভিনেত্রী আরমিনা খান।
বিভিন্ন ধরনের স্কিনশট দিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকে। কেউবা বলেছেন ধর্মকে বেচে দিতে পারলে এসব নায়িকারা খুশি হতো। একজন লিখেছেন, তোমার জন্য লজ্জা হয়! তুমি একজন মুসলিম! ছবি আপলোড করার ফলে একজন লিখেছেন, এটি পুরোপুরি বিদেশি সংস্কৃতি। আগে মেয়েরা এসব বিষয় লুকিয়ে রাখতেন। তোমার নৈতিকতা নিয়ে কথা বলার ভাষা আমার জানা নেই। দিনে দিনে সমাজ রসাতলে যাচ্ছে।’
কানাডা এবং পাকিস্তানের যৌথ নাগরিক আরমিনা খান সম্প্রতি তার সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ফেসল খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং রাজনীতির সাথে যুক্ত।