শেষের পাতা
ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩০৮ রোগী হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার
৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবারগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩২ জনে। চলতি বছরে ৫৮ হাজার ৯২৭ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩৭ হাজার ৩৯০ জন রাজধানী ঢাকায় এবং ২১ হাজার ৫৩৭ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। এ বছর এখন পর্যন্ত ২৫৭ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১৫৭ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ১০০ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং এই মাসে সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিল ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন। গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭২ জন এবং ঢাকার বাইরে ১৩৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩০৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩২ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৭৭ জন এবং ঢাকার বাইরে ৫৫৫ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৫৮ হাজার ৯২৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৫৭ হাজার ৩৩৮ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৫৭ জনের মৃত্যু হয়েছে।