ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পিবিআই কর্মকর্তা মাসুদের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে কলেজছাত্রী (২০) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার মহানগরীর ৯নং ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজ নামক বাড়ির নিচতলায় একটি মিডিয়ার ভাড়া নেয়া অফিসে এ ঘটনা ঘটে। 
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিএল কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত পিবিআই খুলনার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মঞ্জুরুল আহসান মাসুদকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
জানা গেছে, কলেজছাত্রী ওই মেয়েটির বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি ২০২১ সালে এইচএসসি পাস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে ৫ দিন আগে পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে আসেন ওই শিক্ষার্থী। এ সুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে নগরীর ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যান পুলিশ কর্মকর্তা মাসুদ। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করে ওই পুলিশ কর্মকর্তা। ঘটনার পর ধর্ষণের শিকার কলেজছাত্রী খুলনা সদর থানায় অভিযোগ করেন। এরপর তাকে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, সহকারী কমিশনার (খুলনা জোন) বায়েজিদ ইবনে আকবর ও খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় অফিসটি তালাবদ্ধ থাকায় তালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, নগরীর ৯নং ছোট মির্জাপুর রোডস্থ কাগজী হাউজের ওই বাড়িতে একটি অনলাইন মিডিয়ার অফিস রয়েছে। তবে ঘটনার সঙ্গে মিডিয়ার কেউ সম্পৃক্ত আছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের রেজিস্ট্রার ডা. ফারহানা কবির বলেন, ভিকটিমের শারীরিক পরীক্ষা করা হয়েছে। কাপড় পরীক্ষা করা হয়েছে। সোয়াব নেয়া হয়েছে। তার শরীরে ১.২ হাইমেন পাওয়া গেছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাছাড়া কথা শুনে মনে হয়েছে সে ধর্ষণের শিকার। রোববার মেয়ের বাবাকে ডুমুরিয়া থেকে খুলনা থানায় আনা হয়। রাতেই মেয়ের বাবা বাদী হয়ে খুলনা থানায় ধর্ষণের অভিযোগ এনে পিবিআই’র পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এসব বিষয়ে জানতে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের ব্যবহৃত নম্বরে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। সাংবাদিক আবু হেনা মুক্তি বলেন, বটিয়াঘাটার মাছ ব্যবসায়ী হাসান তারেক জাকির ও বাচ্চু আলী বেগ নামে দু’জনের সঙ্গে তারা যৌথভাবে অফিস ভাড়া নেন। একপাশে তার অফিস অন্য পাশে তারা বসতেন। তিনি খুলনার বাইরে থাকায় হাসান তারেক জাকির পিবিআই ইন্সপেক্টর মাসুদসহ ওই মেয়েকে নিয়ে অফিসে যায় বলে তিনি শুনেছেন। তবে জাকিরের ফোন বন্ধ থাকায় তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status