ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বারানসিতে মসজিদ নিয়ে মামলা এবং...

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ৫:০৪ অপরাহ্ন

mzamin

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে একটি মসজিদকে কেন্দ্র করে আদালতে মামলা চলছে। হিন্দুত্ববাদী একটি নারীগ্রুপ দীর্ঘদিন ধরে ওই মসজিদ চত্বরে প্রার্থনা করার দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে মামলার এক পর্যায়ে জ্ঞানভাপি মসজিদ চত্বরে তিনদিনের জন্য ভিডিওগ্রাফি সার্ভের জন্য অনুমোদন দেয় কোর্ট। এ নিয়ে পরবর্তী শুনানির একদিন আগে জরিপ সম্পন্ন হয়। এতে হিন্দুত্ববাদী আবেদনকারীরা বিস্ময়কর এক দাবি করেন। তারা বলেন, ওই মসজিদ চত্বরে যে পুকুর আছে সেখানে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে। এ নিয়ে সৃষ্ট জটিলতায় বারানসির আদালত ওই এলাকা জনগণের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ খবর দিয়েছে ভারতের অনলাইন এনডিটিভি। হিন্দুত্ববাদী নারী গ্রুপটির পক্ষে আইনজীবী সুভাষ নন্দন চতুর্বেদী আদালতকে সোমবার সকালে জানিয়েছেন যে, মসজিদ চত্বরে অবস্থিত পুকিরের পানি সেচে ফেলে দেয়ার পর তাতে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে। 
মসজিদের মুসল্লিরা ওজু করার জন্য এই পুকুরের পানি ব্যবহার করতেন। সেখানে শিবলিঙ্গ পাওয়ার পর পুকুরটি সিল করে দিতে বা বন্ধ করে দিতে আদালতের কাছে অনুরোধ করেন আবেদনকারীরা।

বিজ্ঞাপন
বারানসি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই আবেদন গ্রহণ করে ওই পুকুরটি যাতে কেউ এখন আর ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আদালত আরও বলে, সিল করে দেয়া এলাকায় কেউ যাতে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রধান এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা। 
তবে এর আগে মিডিয়ার সঙ্গে কথা বলেন বারানসি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কৌশাল রাজ শর্মা। সে সময় ওই মসজিদ কমপ্লেক্সে শিবলিঙ্গ পাওয়ার বিষয় নিশ্চিত করেননি তিনি। বলেন, এ বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছিল তার কোনো সদস্যই জ্ঞানভাপি মসজিদে জরিপের বিস্তারিত প্রকাশ করেননি। জরিপের বিষয়ে কাস্টডিয়ান হলো আদালত। রোববার কয়েক মিনিটের জন্য কমিশন থেকে একজন সদস্যকে বাদ দেয়া হয়েছিল। পরে কমিশন এটা স্বীকার করে। 
ঐতিহ্যবাহী কাশি বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত জ্ঞানভাপি মসজিদ। সেখানে বিভিন্ন স্থানে দৃশ্যমান ও অদৃশ্য যেসব দেবদেবীর প্রতিকৃতি আছে তাদের সামনে প্রতিদিন প্রার্থনা করার অনুমতি চেয়ে আবেদন করেন ৫ হিন্দু নারী। স্থাপনাটি বর্তমানে বছরে একবারের জন্য প্রার্থনার জন্য উন্মুক্ত রাখা হয়। আবেদনের প্রেক্ষিতে বারানসি সিভিল কোর্ট তিনটি ডোম, আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট এবং পুকুরে ভিডিও জরিপ চালানোর নির্দেশ দেয়। এ জন্য তারা একটি কমিশন গঠন করে দেয়। 
এই জরিপ শুরু হয় ৬ই মে। কিন্তু মসজিদের ভিতরে ভিডিও ধারণ করা নিয়ে বিরোধে তা থমকে যায়। মসজিদ কমিটির দাবি, মসজিদের ভিতরে ভিডিও ধারণ করার নির্দেশ দেয়নি আদালত। আদালতের এই ভিডিও ধারণের নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয় এলাহাবাদ হাইকোর্টে। এই আদালত এপ্রিলে মামলাটি খারিজ করে দেয়। কিন্তু হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ভিডিও ধারণ বন্ধ করতে অস্বীকৃতি জানায়। মসজিদ কমপ্লেক্সের ভিতরে জরিপে যেসব জিনিস পাওয়া যায় তা বিবেচনায় নিতে সম্মত হয়।    
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status