ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ব্যারিস্টার হলেন বিশ্বনাথের ফারহানা আহমদ

খালেদ মাসুদ রনি, বৃটেন থেকে
২৮ নভেম্বর ২০২২, সোমবার
mzamin

বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিশ্বনাথের ফারহানা আহমদ অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। মাত্র ২২ বছর বয়সে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন্‌ থেকে ব্যারিস্টার হয়েছেন। বার-এট-ল’ করার পাশাপাশি মাস্টার অব লজ (এলএলএম) অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন তিনি। এ ছাড়াও এলএলএম এবং বার-এট-ল’তে অসামান্য ফলাফল করেছেন ব্যারিস্টার ফারহানা আহমদ। এলএলএম’র ডিসার্টেশন তথা থিসিসে ফারহানা পেয়েছেন ৭৫ শতাংশ নম্বর। পরিবার সূত্রে জানা যায়, ফারহানা আহমদ গত বছর বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির সুখ্যাত দ্যা সিটি ল’ স্কুল থেকে ল’ ডিগ্রি তথা এলএলবি (অনার্স) ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। ডিগ্রিতে তার ওভারঅল গড় মার্কস ছিল ৭৬.৩ শতাংশ। কিছু সাবজেক্টে তিনি তার ইউনিভার্সিটির ল’ ডিপার্টমেন্টের অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ মার্কস পেয়েছিলেন। ল’ ডিগ্রিতে অধ্যয়নকালীন সময়ে তিনি তিন তিনটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে বার-এট-ল’ কোর্স এবং একসঙ্গে এলএলএম করার অফার পেয়েছিলেন। একটি থেকে এলএলবি (অনার্স)-এর ফলাফল বের হবার আগেই আনকন্ডিশনাল অফার পেয়েছিলেন।

বিজ্ঞাপন
বার-এট-ল’ কোর্সে তিনি ৫,০০০ পাউন্ডের স্কলারশিপ পেয়েছিলেন। লন্ডনে জন্ম নেয়া ব্যারিস্টার ফারহানা আহমদের পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বিলেতের প্রতিথযশা আইনজীবী, প্যাকটিসিং ব্যারিস্টার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ও নিউহ্যাম কাউন্সিলের সাবেক কাউন্সিলর এবং টানা তিন টার্মের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ ও কবি মিসেস সালমা আহমদের দ্বিতীয় সন্তান। পাঁচ ভাইবোনের মধ্যে ফারহানা আহমদ দ্বিতীয়। ফারহানা আহমদ বলেন ‘আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মাণে, আইনের শাসন প্রতিষ্ঠায় ও সুবিচার নিশ্চিতকরণে ভূমিকা রাখতে চাই।’ ব্যারিস্টার ফারহানার স্বপ্ন বৃটিশ হাইকোর্টের বিচারপতি হওয়া। তিনি স্বপ্ন পূরণে সকলের কাছে দোয়া চেয়েছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status