বিনোদন
২৯শে নভেম্বর উদীচী’র ‘রাজনৈতিক হত্যা’
স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর ২০২২, সোমবার
প্রখ্যাত ফরাসি দার্শনিক, সাহিত্যিক তথা নাট্যকার জ্যাঁ পল সার্ত্রে রচিত ‘লা মা সাল’ নাটকটি অর্পিতা ঘোষের বাংলা অনুবাদে নাম পেয়েছে ‘রাজনৈতিক হত্যা’। বিশ্বব্যাপী অসংখ্যবার মঞ্চায়িত, আলোচিত-সমালোচিত এই নাটকটি দেখা যাবে ঢাকার মঞ্চে। আগামী ২৯শে নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ করবে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগ। রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে গড়ে ওঠা নাটকটির গল্প আবর্তিত হয়েছে মধ্য ইউরোপের একটি কাল্পনিক দেশ ‘ইলিথিয়া’কে কেন্দ্র করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ইলিথিয়ার ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সে দেশের জাতীয়তাবাদী শক্তি এবং কমিউনিস্ট পার্টির নানা দ্বন্দ্ব-সংঘাত নিয়ে গল্পের প্রেক্ষাপট সাজানো হয়েছে। চিত্রিত হয়েছে কমিউনিস্ট পার্টির ভেতরকার নানা সংকটও। ক্ষমতায় যাওয়া নিয়ে অন্তর্কোন্দলের মধ্যেই পার্টির অন্যতম প্রধান নেতাকে হত্যার সিদ্ধান্ত নেয় পার্টির একটি অংশ। এই হত্যাকে কেন্দ্র করে এগোতে থাকে গল্প। হত্যা ছাড়াও রাজনীতির নানা জটিলতা ও পঙ্কিলতার সঙ্গেও পরিচিত হবেন দর্শকরা। নাটকটি নির্দেশনা দিয়েছেন রতন দেব। শো শুরুর আগে নির্ধারিত কাউন্টারে মিলবে টিকিট।