ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ডা. মিলনের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৭ অপরাহ্ন

mzamin

১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।  এসময় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম  সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদল ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ইজাজুল কবির রুয়েল, মো. হাসানুর রহমান, মশিউর রহমান, মমিনুল ইসলাম জিসানসহ ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, আজকে শহীদ ডা. মিলন দিবসে বর্তমান জালিম শাহী সরকার পতনের শপথ নিতে হবে। যে গণতন্ত্রের জন্য ডা. মিলন শহীদ হয়েছেন সে গণতন্ত্রকে আবারও চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে এই অনির্বাচিত সরকার। যতদিন এই ফ্যাসিবাদী সরকারের পতন না ঘটবে, জনগণের অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দিতে না পারবো ততদিন আমরা রাজপথ ছেড়ে ঘরে যাবো না এটাই হোক শহীদ ডা. মিলন দিবসে শপথ।

১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। অবশেষে ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এইচ এম এরশাদের স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস পালন করা হচ্ছে।

ড. মিলন চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এবং ঢাকা কলেজের বায়োকেমিস্ট বিভাগের প্রভাষক ছিলেন।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status