কলকাতা কথকতা
কলকাতা কথকতা
মঙ্গলবার মোহনবাগান-আবাহনী ক্রীড়া চক্র’র ম্যাচ ঘিরে গঙ্গা-পদ্মা লড়াই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ৩:১৪ অপরাহ্ন

পঞ্চাশ বছর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্রকে নিয়ে কলকাতায় এসেছিলেন আইএফএ শিল্ড খেলতে। পঞ্চাশ বছর পরে মঙ্গলবার সেই আবাহনী মুখোমুখি হবে মোহনবাগানের।
উপলক্ষ্য- এএফসি কাপ। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ ঘিরে সাড়া পড়ে গেছে। সোমবার সন্ধ্যায় অনুশীলন শেষে মোহনবাগান ও আবাহনী সাংবাদিক সম্মেলন করলো। আবাহনীর ক্যাপ্টেন নবীব জাহান জীবন জানালেন, মোহনবাগান যথেষ্ট শক্তিশালী দল। কিন্তু, তারাও প্রস্তুত অবস্থা মোকাবিলায়। মোহনবাগান-এর স্প্যানিশ কোচ জুয়ান ফারনান্দ বললেন, আবাহনী বাংলাদেশের চ্যাম্পিয়ন দল। ওদের দলটিতে অনেক প্রতিভাবানের সমাবেশ। আমাদের ভালো খেলতেই হবে। জুয়ান ছাড়া অধিনায়ক প্রীতম কোটালেরও একই মত।
বহুদিন পরে গঙ্গাপারের ক্লাবের সঙ্গে পদ্মা নদীর দেশের ক্লাব এর এই লড়াই। ম্যাচটি জমজমাট হওয়ার সম্ভাবনাই বেশি।