কলকাতা কথকতা
ডিসেম্বরে মমতার সরকার পড়ে যেতে পারে!
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৯ নভেম্বর ২০২২, শনিবার, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যেতে পারে- এমন ইঙ্গিত দীর্ঘদিন ধরেই দিয়ে আসছেন বিজেপি নেতারা। সেই জল্পনা আরও উসকে দিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘটা করে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিলেন, ১২ই ডিসেম্বর সিবিআই’র আনা কয়লা কাণ্ডের শুনানি। ওইদিন অনেক রাঘব বোয়াল ফাঁসবেন। শুভেন্দু দাবি করেন, এক প্রভাবশালী নেতা কয়লা কেলেঙ্কারির ২৪০০ কোটি টাকার মধ্যে হাজার কোটি টাকা পেয়েছেন। তিনি ১২ তারিখে ফাঁসবেন। অনেকেই মনে করছেন, মমতার সরকার পড়ে যাওয়ার সঙ্গে ১২ই ডিসেম্বর তত্ত্বের মিল আছে। শুভেন্দু কারও নাম না বললেও তাঁর লক্ষ্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তা বলে দেয়ার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা এনেছেন। শুভেন্দু প্রকাশ্য জনসভায় বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় হাজার কোটি টাকার অধিকারী। অমিত বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি রাজনীতির লোক নয়, অযথা তাঁর নাম টেনে এনে রাজনীতি করা হচ্ছে। অসত্য ভাষণ দেওয়া হচ্ছে। এই মামলায় শুভেন্দু অধিকারীকে পয়লা ডিসেম্বর হাজিরার নির্দেশ দেয়া হয়েছে। তাঁকে ওইদিন আলিপুর আদালতে হাজির হতে হবে।