ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

বিয়ার পানে সর্বকালীন রেকর্ড বাংলার, দুমাসে চারশো কোটি টাকা আয়

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ১৫ মে ২০২২, রবিবার, ৫:৫৪ অপরাহ্ন

অসহ্য, ক্লান্তিকর গরম। ঠান্ডা বিয়ারে চুমুক দিয়ে ক্লান্তি অপনোদন- পশ্চিমবঙ্গ বোধহয় এই আপ্তবাক্যে বিশ্বাসী হয়ে উঠছে। নইলে এপ্রিল ও মে মাসের অর্ধেকে রাজ্যে কুড়ি লক্ষ কেস বিয়ার বিক্রি হয়!  মাসে পশ্চিমবঙ্গের চাহিদা দশ লক্ষ কেস বিয়ার। এবার তা অতিক্রম করে  গেছে। দেড় মাসেই বিক্রি হয়েছে কুড়ি লক্ষ কেস। মে মাস তো এখনও বাকি আছে। রাজ্যে এই দেড় মাসে বিয়ার বিক্রি করে আয় করেছে চারশো কোটি টাকা যেটা সর্বকালীন রেকর্ড। ইদানিং বিয়ারের চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় তা মিলছিলো না। এখন আবার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।  রাজ্যের আবগারি দপ্তর জানাচ্ছে যে, দুহাজার উনিশে বিয়ারের চাহিদা বেড়েছিল, কিন্তু তা এবারের মতো হয়নি।

বিজ্ঞাপন
কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ার পর রেঁস্তোরা, পানশালা,  পাব, ক্লাব সব খোলা। স্বাভাবিকভাবেই বিয়ার পানের মাত্রা বেড়েছে। আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বিয়ারে চুমুক দেওয়ার আগ্রহও বেড়েছে।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status