কলকাতা কথকতা
কলকাতা কথকতা
যান নিয়ন্ত্রণ করতে করতে ছাত্রকে অক্ষর চেনান ট্রাফিক সার্জেন্ট
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ৩:০৯ অপরাহ্ন

নববর্ষের প্রথম প্রভাতে কলকাতার এক গুড সামারিটান এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া যাক বাঙালির। ইনি প্রকাশ ঘোষ। সাউথ ট্রাফিক গার্ড এর ট্রাফিক সার্জেন্ট। এই রকম কত শত ট্রাফিক সার্জেন্টই তো থাকেন। তাহলে নববর্ষের সকালে হটাৎ ইনি কেন? এই কারণেই প্রকাশ ঘোষের অবতারণা কারণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে করতে তিনি ফুটপাথ বাসী এক কিশোরকে অক্ষর চিনিয়েছেন। পান্ডেমিকে স্কুল ছুট ক্লাস থ্রির ছাত্র আকাশ রাউতকে আবার তপসিয়ার স্কুলমুখী করেছেন। আকাশের মা সুনিতার স্বামী বালিগঞ্জ এর আই টি আই এর কর্মী ছিলেন। তিনি মারা যাওয়ার পর সংকটে পড়েন সুনিতা দেবী।
পথের ধারে একটি চায়ের দোকান চালিয়ে সংসার চালান তিনি।
রাস্তার ধারে শিশুটিকে বসে থাকতে দেখে এম এড উত্তীর্ণ প্রকাশের কৌতূহল হয়। নয় বছর পুলিশ এর জীবনের আগে পাঁচ বছর মুর্শিদাবাদ এর স্কুলে পড়িয়েছিলেন তিনি। আকাশকে দেখে সুপ্ত সেই শিক্ষক সত্তা জেগে ওঠে। পান্ডেমিকে স্কুলে না গিয়ে অক্ষর চিনতে ভুল হচ্ছিলো আকাশের। ইউনিফর্ম পরে, ট্রাফিক সামলাতে সামলাতে আকাশেকে পড়ান প্রকাশ ঘোষ। আকাশ এখন স্কুল এর মেধাবী ছাত্র। এই প্রকাশ ঘোষরা তথাকথিত সেলিব্রেটি নন, কিন্তু বোধহয় সেলিব্রেটিদের থেকেও সেলিব্রেটি।