কলকাতা কথকতা
কলকাতা কথকতা
১০ বছর পর দময়ন্তী সেন আবার শিরোনামে ফিরলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ৩:০৫ অপরাহ্ন

১০ বছর আগে ২০১২ সালে পার্ক স্ট্রিট ধর্ষণ কান্ড নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দ্বিমত হওয়ায় নির্বাসিত হয়েছিলেন আইপিএস দময়ন্তী সেন। শাসক দল যদিও সেদিন বলেছিলো কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম থেকে দময়ন্তী সেনের সরে যাওয়াটা রুটিন ট্রান্সফার। কিন্তু, অনেকেই সেটা মানতে পারেনি। অনেকেই মনে করেন, পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে বলা দময়ন্তীর উক্তি- কিছু তো একটা হয়েইছিল- তাঁকে সরে যেতে বাধ্য করেছিল। কিন্তু, এক দশক পর কলকাতা হাইকোর্ট আবার স্বমহিমায় ফেরালো দময়ন্তী সেনকে। চার চারটি ধর্ষণ কাণ্ডে তদন্তের দায়িত্ব অর্পিত হয়েছে তাঁর ওপর- হাঁসখালি, মাটিয়া, দেগঙ্গা এবং বাঁশদ্রোণী ধর্ষণ কাণ্ডে হাইকোর্ট নিয়োজিত তদন্তকারী হিসেবে তদন্ত চালাবেন তিনি। এর মধ্যে হাঁসখালির তদন্ত সিবিআই করবে। ১৯৯৬ কাডার এর আইপিএস দময়ন্তী সেন চেয়েছিলেন আইএএস হতে।
কিন্তু পান আইপিএস র্যা ঙ্ক। সৎ অফিসার হিসেবে তাঁর সুনাম আছে। চার ধর্ষণকান্ডের তদন্তে দময়ন্তী সেন কি ভূমিকা নেন সেটাই এখন দেখার।