কলকাতা কথকতা
কলকাতা কথকতা
বালিগঞ্জ কেন্দ্রে মাত্র ৪১ শতাংশ ভোট, ভাবাচ্ছে সব রাজনৈতিক দলকে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ৩:০৪ অপরাহ্ন

হতে পারে প্রখর গরম, হতে পারে রমজান মাস চলছে- কিন্তু বালিগঞ্জ উপনির্বাচনে মাত্র ৪১ শতাংশ ভোট! চিন্তার ভাঁজ সব রাজনৈতিক দলের কপালেই। গত বিধানসভা নির্বাচনে সুব্রত মুখোপাধ্যায় এর থেকে বেশি ভোটে জিতেছিলেন মঙ্গলবার উপনির্বাচনে যা পোলিং হয়েছে। সচরাচর কম পোলিং হলে বিরোধী দল বাড়তি সুবিধা পায়, কিন্তু বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ের ব্যাপারে নিশ্চিত। তাঁর মতে যাঁরা ভোট দিয়েছেন তার মধ্যে ৬৫-৭০ শতাংশ তৃণমূলের ভোটার। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ভোটের দিন ঠা ঠা রোদে ঘুরেছেন প্রচুর।
অভিযোগ, তৃণমূলের ভোট লুঠেরাদের দিকে। কেয়ার অভিযোগ, স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে এরা ভোট করিয়েছে। সিপিএম প্রার্থী শায়েরা হালিমের ধারণা এক বছরের মধ্যে সাতটি ভোট মানুষের মনে ভোট সম্পর্কে কিছুটা অনীহার সৃষ্টি করেছে।
তবে, কি হল তা বোঝার জন্যে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওইদিনই ফলাফল ঘোষণা।