ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বোলারদের চ্যালেঞ্জ দেখছেন করুণারত্নে

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২২, রবিবার
mzamin

চট্টগ্রামের উইকেটে চ্যালেঞ্জের মুখে পড়বেন বোলাররা। মাথা খাটিয়ে বল করতে না পারলে ২০ উইকেট নেয়া কঠিন হবে- গতকাল সংবাদ সম্মেলনে এমন কথা বলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে।
২০১৮তে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে শ্রীলঙ্কা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৫১৩ রান। জবাবে ৯ উইকেটে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫ উইকেটে ৩০৭ রান করার পর ড্র হয় ম্যাচটি। সাগরিকায় বরাবরই রান আসে । এ ভেন্যুতে ২০১৪ সালেও বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্টে চার ইনিংস মিলিয়ে ১৫৮৯ রান হয়েছিল। তৃতীয় ও চতুর্থ ইনিংস মিলিয়ে পড়েছিল মাত্র ৭ উইকেট। করুণারত্নে মনে করেন, চট্টগ্রামের উইকেটের চরিত্র এবারও ভিন্ন হবে না। তিনি বলেন, ‘এ কন্ডিশন বোলারদের জন্য সহজ নয়।

বিজ্ঞাপন
বোলারদের এখানে খাটতে হবে। উইকেট বোলারদের কিছুই দেবে না। উইকেট পেতে হলে মাথা খাটিয়ে বল করতে হবে। আজ উইকেট দেখে মনে হয়েছে খুবই ফ্ল্যাট। বোলারদের জন্য তেমন কিছু নেই। ২০ উইকেট নিতে হবে বুদ্ধি খাটিয়ে। ব্যতিক্রম কিছু করতে হবে। আমাদের পরিকল্পনাও এমনই।’ সিরিজে লঙ্কানরা পাশে পাচ্ছেন কোচ নাভিদ নেওয়াজকে। নাভিদ এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। এখানকার কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে নাভিদের। আর করুণারত্নে বলেন, ‘তার থাকাটা আমাদের জন্য সুবিধার। এখানে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে নেওয়াজের। কন্ডিশন সম্পর্কে তিনি ভালো জানেন। তার কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি। তবে দিনশেষে মাঠের পারফরম্যান্সটাই বড়।’
সাকিবের জন্য প্রস্তুতই ছিল শ্রীলঙ্কা
সাকিব আল হাসান সিরিজে থাকবেন তা আগেই জানতো শ্রীলঙ্কা। মাঝে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিসিবি জানায় চট্টগ্রাম টেস্টে খেলতে পারবেন না দেশসেরা এই অলরাউন্ডার। তবে টেস্টের ফল নেগেটিভ আসায় দলে যোগ দিয়েছেন সাকিব। করুণারত্নে বলেন, ‘প্রস্তুতি শুরুর সময়ে আমরা জানতাম সাকিব খেলবে। তার জন্য পরিকল্পনা প্রস্তুতই ছিল। সে তাদের সেরা অলরাউন্ডার। তাকে নিয়ে তো পরিকল্পনা রাখতেই হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে দেখবো কেমন হয়।’
মূল লড়াইয়ের আগে বিসিবি একদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ ছিল শ্রীলঙ্কার। তবে বৃষ্টির কারণে মাত্র ১৮ ওভার অনুষ্ঠিত হয় খেলা। এতে অবশ্য আক্ষেপ নেই করুণারত্নের। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা থেকে কয়েক সপ্তাহের প্রস্তুতি নিয়েই এসেছি আমরা। দুই দেশের কন্ডিশনে তেমন পার্থক্য নেই। কাজেই প্রস্তুতি ম্যাচ খুব বড় প্রভাব ফেলবে না বলেই মনে করি। যথেষ্ট অনুশীলন করেছি। ছেলেরা টেস্টের জন্য ভালোভাবেই প্রস্তুত।’ শ্রীলঙ্কার চলমান সংকট নিয়েও প্রশ্ন করা হয়েছিল করুণারত্নেকে। তবে আপাতত ক্রিকেট নিয়েই ভাবতে চান লঙ্কান অধিনায়ক। তিনি বলেন, ‘সবাই জানে দেশে কী ঘটছে। আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে। আমাদের ভাবনার একমাত্র জায়গা ক্রিকেট। আমরা শুধু দেশের মানুষকে ভালো ফল উপহার দিতে পারি।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status