প্রথম পাতা
কাদের-লি বৈঠক
নির্বাচনে জাপা কী করবে জানতে চেয়েছেন চীনা দূত
স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। গতকাল দুপুরে জিএম কাদেরের উত্তরার বাসায় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টির আরও কয়েকজন নেতা অংশ নেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় পার্টি কী করছে, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির কী ভূমিকা হবে তা জানতে চেয়েছেন চীনা রাষ্ট্রদূত। তবে দলটির নেতারা তাদের আগের অবস্থানই তুলে ধরেছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে দেশে এখন নির্বাচন নিয়ে দুই পক্ষ বিভক্ত। বিরোধীরা চাইছে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে নির্বাচন। আর সরকার চাইছে সংবিধান অনুযায়ী নির্বাচন। এ অবস্থায় সরকারের উপর নির্ভর করে কীভাবে নির্বাচন হবে। নেতারা বলেন, জাতীয় পার্টি মনে করে তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন করলেও তা সুষ্ঠু হবে না। সরকার না চাইলে বর্তমান সংবিধানের অধীনেও সুষ্ঠু নির্বাচন হবে না। তাই এখন সরকারকেই একটি সুষ্ঠু ভোটের উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে জাতীয় পার্টি যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। জাপা নেতারা বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন চায়।
বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের ও মাসরুর মওলা এবং পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।
বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি জানায়, বৈঠকে বন্ধু প্রতিম দু’টি দেশের সামাজিক, অর্থনৈতিক ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। করোনাকালে টিকা ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দিয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য চীন সরকার ও সে দেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে জিএম কাদের বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক। এ সময় চীনের অ্যাম্বাসেডর লি জিমিং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চীন সবসময় বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে। এ সময় চীনের দূত বলেন, সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ উদ্যোগী হয়ে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করেন।