অনলাইন
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
অনলাইন ডেস্ক
(৩ দিন আগে) ১৪ মে ২০২২, শনিবার, ১:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৪ অপরাহ্ন

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের সঠিক কারণ জানা যায়নি। আজ বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ এবং ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি। তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেয়ার চেষ্টা করছেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানিয়েছেন, কিছুক্ষণ আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত।
পাঠকের মতামত
আজব তো! ঢাকা কলেজের ছাত্ররা কেন সংঘর্ষে জড়াচ্ছে?
It is time move Dacca College to a new location.
এ কোন সভ্য আমরা বিনির্মাণ করছি ৷