কলকাতা কথকতা
বাংলাদেশের ব্যাংকে ৩০০ কোটি টাকার প্রতারণা, উত্তর চব্বিশপরগনায় ইডির হানা, গ্রেপ্তার ব্যবসায়ী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ দিন আগে) ১৪ মে ২০২২, শনিবার, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৮ অপরাহ্ন

বাংলাদেশের ব্যাংকে এবং বেশ কিছু ব্যবসায়ীকে প্রতারণা করে ৩০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি স্বপন মিত্র নামে এক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থেকে। ঘটনায় মূল অভিযুক্ত সুকুমার মৃধার সন্ধান পায়নি ইডি। জানা গেছে সুকুমার মৃধা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করছে। ইডি তার বনগাঁর প্রাসাদপম বাড়ি সিল করে দিয়েছে। গ্রেপ্তার করেছে পাশের বাড়ির আর এক ব্যবসায়ী স্বপন মিত্রকে। তল্লাশি চালানো হয়েছে প্রণয় হালদার নামের আর এক ব্যবসায়ীর বাড়িতে।
এদের বিরুদ্ধে অভিযোগ হওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বাংলাদেশে পাচারের এবং সেখানে ব্যাংক ও ব্যবসায়ী প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা তুলে তাই দিয়ে ভারতে জমি ও অন্য সম্পত্তি ক্রয় করার। অভিযুক্ত সুকুমার মৃধাকে বাংলাদেশের অপরাধ দমন শাখাও খুঁজছে বলে জানা গেছে। সীমান্তের ওপার থেকে টাকার হেরাফেরি করে এপারে এসে বসবাস ও ব্যবসা করার অভিযোগ পাওয়ার পরই ইডি সক্রিয় হয় বলে জানা গেছে।