ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

নিজেকে সেরা দাবি করে রিয়ালকে হুঁশিয়ারি সালাহর

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২২, শনিবার
mzamin

মোহাম্মদ সালাহর জন্য ২০১৮ সালটা ছিল স্বপ্নের মতো। লিভারপুলের লাল জার্সিতে উত্থান হয়েছিল মিশরীয় রাজার। কিন্তু চমৎকার মৌসুমের শেষটায় ছিল ট্র্যাজেডি। চ্যাম্পিয়নস লীগের ফাইনালের শুরুতে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের ট্যাকেলে ইনজুরিতে পড়েন সালাহ। মাঠ ছেড়েছিলেন অশ্রুসিক্ত চোখে। লিভারপুলও সেদিন জিততে পারেনি শিরোপা। চার বছর পর আরেকটি ফাইনালে রিয়ালের মুখোমুখি হচ্ছে দলটি। সালাহ এবার প্রতিশোধ নিতে মরিয়া। ২৮শে মে প্যারিসে চ্যাম্পিয়নস লীগের গ্র্যান্ড ফিনালে। রিয়ালকে হারিয়ে ট্রফি জিততে চান তিনি। অন্যদিকে সালাহর প্রতিশোধের আগুনে জল ঢালতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি বলে রেখেছেন, লিভারপুলের বিপক্ষে ফাইনালটা তার কাছে মার্সিসাইড ডার্বির মতো। মাদ্রিদে যাওয়ার আগে প্রিমিয়ার লীগে লিভারপুলের নগর প্রতিদ্বন্দ্ব্বী এভারটনের কোচ ছিলেন আনচেলত্তি। নিজেকে এখনও এভারটনের একজনই মনে করেন তিনি। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে ২২ গোল করে শীর্ষে রয়েছেন সালাহ। অ্যাসিস্টেও (১৪) অন্যদের চেয়ে এগিয়ে তিনি। চ্যাম্পিয়নস লীগে ১২ ম্যাচে মিশরীয় তারকা পেয়েছেন ৮ গোল। সবমিলিয়ে ৪৮ ম্যাচে ৩০ গোল ও ১৬ অ্যাসিস্টে মৌসুমের সেরা রাইট-উইংগার তিনি। নিজেকে সেরা বলতে দ্বিধা নেই সালাহরও। বিইন স্পোর্টসকে তিনি বলেন, ‘অন্যের কথায় কান দিই না। সবসময় নিজের খেলার উন্নতি করার চেষ্টা করি। চেষ্টা করি নতুন কিছু করে দেখাতে, পার্থক্য গড়তে। আমার পজিশনে অন্য খেলোয়াড়দের সঙ্গে যদি আমাকে তুলনা করেন, আমি বলবো; শুধু নিজ দলে নয় সামগ্রিকভাবেই আমি সেরা। পরিসংখ্যান তাই বলে।’
২০১৮’র ফাইনালের প্রসঙ্গ টেনে সালাহ বলেন, ‘রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল মনে আছে আমার। মনে হয় যেন গতকাল ম্যাচটা খেলেছি। শেষবার দুঃখ-ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আমাকে। ওসব মেনে নিয়েই সামনে এগিয়েছি। আর এ কারণেই পরের বছর চ্যাম্পিয়নস লীগ জিতেছিলাম আমরা। আরেকবার চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ওদের মুখোমুখি হচ্ছি। ব্যাপারটা আমার মাঝে উত্তেজনা তৈরি করেছে। এবার ভালো কিছু পেতে চাই। সারাজীবন আমি ব্যর্থতা মেনে নিয়ে ইতিবাচক থাকার চেষ্টা করেছি। চেলসি ছাড়ার পর অনেকেই বলেছিল আমি কিছুই জিততে পারবো না। কিন্তু আমি ইতিবাচক ছিলাম।’
ইতিমধ্যেই লীগ কাপ ঘরে তুলেছে লিভারপুল। এফএ কাপ, চ্যাম্পিয়নস লীগ ও প্রিমিয়ার লীগ জিততে পারলে ইউরোপের শীর্ষ ৫ লীগের প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে ৪টি মেজর টুর্নামেন্ট জয়ের (কোয়াড্রপল) রেকর্ড গড়বে লিভারপুল। যদিও প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির সম্ভাবনা বেশি। ৩৬ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কোচ পেপ গার্দিওলার দল। ৩ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে লিভারপুল। তবে আশা ছাড়ছেন না সালাহ। তিনি বলেন, ‘আশা করি আমরা কোয়াড্রপল জিততে পারবো। প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়নস লীগ জিততে আমি নিজের সেরাটা দিচ্ছি। তবে দল সবার আগে।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status