শিক্ষাঙ্গন
শাবিপ্রবি শিক্ষার্থীকে পেটালো ওয়েটার, উত্তেজনা
শাবিপ্রবি প্রতিনিধি
(১০ মাস আগে) ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১০:১৪ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান গেইটের পাশে সবুজ বাংলা রেস্তোরাঁয় ওয়েটার কর্তৃক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠেছে। এ নিয়ে রেস্তোরাঁর সামনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
মারধরের শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেঁস্তোরার ভিতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবুজ বাংলায় খাবার খাওয়ার সময় শৈশব আহমেদ নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে খারাপ ব্যবহার করেন ওই রেস্তোরাঁর এক ওয়েটার। এক পর্যায়ে ওই শিক্ষার্থীর গায়ে হাত তোলেন ওই ওয়েটার। এ বিষয়ে জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং সবুজ বাংলা রেস্টুরেন্ট বন্ধ করার দাবি জানান। সেইসাথে অভিযুক্ত ওই ওয়েটারকে শাস্তির আওতায় আনার দাবি জানান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শৈশব আহমেদ বলেন, সবুজ বাংলায় ভাত খাইতে যাই। খাবার দেওয়ার জন্য ওয়েটারকে অনেকবার ডাকলেও আমার কথা শুনেনি। পরবর্তীতে সে আমার সাথে কথা কাটাকাটি করে এবং দুর্ব্যবহার করে। এক পর্যায়ে সে আমার গালে চড় মারে।
এদিকে ঘটনা জানাজানির পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনা জানার পরই প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের সাথে কথা বলি। আমরা দ্রুতই তাদের সাথে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।
মন্তব্য করুন
শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন
শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়/ পরীক্ষা দিতে এসে হামলার শিকার ছাত্রদল নেতা, প্রক্টর তুলে দিলেন পুলিশের হাতে
ক্লাস শুরু ৮ই অক্টোবর/ একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]