খেলা
হকি দলের ফাইনালে ওঠার লড়াই আজ
স্পোর্টস রিপোর্টার
১৪ মে ২০২২, শনিবারগত মার্চে ইন্দোনেশিয়ায় এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ জেতে টানা ছয় ম্যাচ। এরপর থাইল্যান্ডে চলমান এশিয়ান গেমস হকির বাছাইয়ে জিতলো টানা তিন ম্যাচ। সব মিলিয়ে আন্তর্জাতিক হকিতে টানা ৯ ম্যাচ জিতলো বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। আজ ফাইনালে ওঠার সেই লড়াই। প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। ব্যাংককে স্থানীয় সময় বেলা ৪টায় (বাংলাদেশ সময় ৩টা) শুরু হবে ম্যাচটি। বি-গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচের সবকটিতে জিতে সেমিফাইনালে উঠেছে। ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাকে ৩-১ গোলে এবং সিঙ্গাপুরকে ১-০ গোলে হারায় কোচ ইমান গোপিনাথন কৃষ্ণমূর্তির দল। দুপুর পৌঁনে একটায় অন্য সেমিফাইনালে এ-গ্রুপের চ্যাম্পিয়ন ওমান লড়বে বি-গ্রুপের রানার্সআপ ইন্দোনেশিয়ার বিপক্ষে। রোববার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সর্বশেষ হেরেছে ২০২১ সালের ১৯শে ডিসেম্বর, পাকিস্তানের বিপক্ষে ৬-২ গোলে। ২০১৮ সালের আগস্টে জাকার্তায় এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হারার পর দীর্ঘ ৪০ মাস আন্তর্জাতিক হকির বাইরে ছিল দল। ডিসেম্বরে ঢাকার চ্যাম্পিয়নস ট্রফিতেই এরপর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে হারে জিমি-আশরাফুলরা। চ্যাম্পিয়নস ট্রফি শেষে এশিয়ান হকি ফেডারেশন কাপ জয় দিয়ে শুরু করে বাংলাদেশ দল। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয় বাংলাদেশ। এখন আরেকটি টুর্নামেন্টের গ্রুপ সেরা। তবে বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ জয়ের ব্যবধান কমে যাওয়া। গত ১৪ মার্চ জাকার্তায় এশিয়ান হকি ফেডারেশন কাপে সিঙ্গাপুরকে বাংলাদেশ উড়িয়ে দেয় ৭-০ গোলে। এখানে বাংলাদেশ করতে পেরেছে মাত্র একটি গোল। তবে আজ সেমিফাইনালে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারবে বাংলাদেশ বলে বিশ্বাস করেন দলটির কোচ ইমান গোপিনাথান কৃষ্ণমূর্তি। মুঠোফোনে তিনি মানবজমিনকে বলেন, আমরা কিন্তু এখানে খারাপ খেলিনি। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে অনেক গোলে জিততে পারতাম। কিন্তু ভাগ্য সহায়তা না করায় গোল হয়নি। এ নিয়ে অনেক কাজ হয়েছে। আশা করছি বড় ব্যবধানে জিতেই আমরা ফাইনালে উঠতে পারবো।