ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শিক্ষাঙ্গন

'টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস' এর মাধ্যমে সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি

স্টাফ রিপোর্টার

(২ বছর আগে) ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১:১৮ অপরাহ্ন

mzamin

'টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস' নামে বোর্ড সিলেবাসভিত্তিক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্যে আয়োজিত এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় সারা দেশের ৬৪ জেলা থেকে ২১২টি স্কুলের ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। প্রথম রাউন্ড থেকে সেরা ৮৪ জনকে নিয়ে গত ২৩শে অক্টোবর টেন মিনিট স্কুল অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় 'টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস' এর সেমিফাইনাল রাউন্ড। প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে আসা সকলে পুরস্কার হিসেবে পায় মেডেল ও টেন মিনিট স্কুল 'অনলাইন ব্যাচ' এর ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশন; যেখানে ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে অনলাইনে দেশের সেরা শিক্ষকদের সাথে ক্লাস করে থাকে টেন মিনিট স্কুলের অ্যাপে।

এরপর সেমিফাইনালের ফলাফল অনুযায়ী ৫ম-১০ম শ্রেণির প্রতি ক্লাস থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সেরা ৪ জন করে মোট ২৮ জন পৌঁছে যায় 'ক্লাসরুম জিনিয়াস' এর গ্র্যান্ড ফিনালের গালা রাউন্ডে। প্রতিটি ক্লাসের জন্যে গালা রাউন্ডে ছিলো ইন্ডিভিজ্যুয়াল রাউন্ড ও বাজার কুইজ রাউন্ড। সবচেয়ে বেশি সঠিক উত্তর দিয়ে প্রতি ক্লাস থেকে একজন করে ক্লাসরুম জিনিয়াস নির্বাচিত হয় মোট ৭ জন টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস হিসেবে।

অনুষ্ঠানের মাস্টার অব দ্য সেরেমনি ছিলেন টেন মিনিট স্কুলের ব্র্যান্ডিং ও স্ট্র্যাটেজি ডিভিশনের হেড রাফসান সাবাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক, সেলস্ ও মার্কেটিং ডিভিশনের হেড ইসনাদ শারাহবীল, হেড অব হিউম্যান রিসোর্সেস মুনজেরিন শহীদসহ প্রতিষ্ঠানটির মেধাবী কলাকুশলীরা।

টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক শিক্ষাবৃত্তির চেক, ও ট্রফির সাথে সাথে টেন মিনিট স্কুলের 'অনলাইন ব্যাচ' এর এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন তুলে দেন সেরা ৭ ক্লাসরুম জিনিয়াসের হাতে৷ এছাড়া বাকি ফাইনালিস্টরাও পায় টেন মিনিট স্কুল 'অনলাইন ব্যাচ' এর ৬ মাসের ফ্রি সাবস্ক্রিপশন।

অনুষ্ঠানে টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক বলেন - ''অ্যাকাডেমিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতিকে সহজ ও আনন্দের সাথে দেশের সব শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে দেশের সবচেয়ে বড় অনলাইন লার্নিং অ্যাপ টেন মিনিট স্কুল। বোর্ড পরীক্ষা ছাড়াও যে বোর্ড সিলেবাসভিত্তিক কোনো পরীক্ষার মতো প্রতিযোগিতা পুরো দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে এতটা সাড়া ফেলতে পারবে সেটা 'টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস' আয়োজন না করলে বোঝা যেতো না। সামনের দিনগুলোতেও পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতিকে সব শিক্ষার্থীদের জন্যে আনন্দের ও আরো সহজ করার লক্ষ্যে কাজ করবে টেন মিনিট স্কুল।''

ক্লাসরুম জিনিয়াস হল অব ফেইম:

- ৫ম শ্রেণি

নাম: ঋতভিক জোয়ার্দার

স্কুল: সেইন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল

জেলা: ঢাকা

- ৬ষ্ঠ শ্রেণি

নাম: বিহান পাল

স্কুল: মতিঝিল আইডিয়াল স্কুল

জেলা: ঢাকা

- ৭ম শ্রেণি

নাম: আহনাফ আকিফ

স্কুল: ফরিদপুর জিলা স্কুল

জেলা: ফরিদপুর

- ৮ম শ্রেণি

নাম: তাহসান রেজা রিদোয়ান

স্কুল: ময়মনসিংহ জিলা স্কুল

জেলা: ময়মনসিংহ

- ৯ম-১০ম শ্রেণি (মানবিক বিভাগ)

নাম: লামিয়া ইসলাম রিমি

স্কুল: বনারী মাল্টিল্যাটেরাল হাই স্কুল

জেলা: মুন্সিগঞ্জ

- ৯ম-১০ম শ্রেণি (ব্যবসায় শিক্ষা বিভাগ)

নাম: ফারজানা ইয়াসমিন রিমি

স্কুল: লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল

জেলা: লক্ষ্মীপুর

- ৯ম-১০ম শ্রেণি (বিজ্ঞান বিভাগ)

নাম: শাফকাত রাহমান

স্কুল: আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ

জেলা: গাইবান্ধা

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status