ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

‘হিটলার স্যালুট’প্রদর্শন করে কঠোর নিষেধাজ্ঞার মুখে ফুটবল ভক্ত

মানবজমিন ডিজিটাল

(২ বছর আগে) ৭ অক্টোবর ২০২২, শুক্রবার, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৭ অপরাহ্ন

mzamin

অস্ট্রেলিয়ান ফুটবল ম্যাচে ‘হিটলার স্যালুট’প্রদর্শন করা একজন ভক্তকে অস্ট্রেলিয়া-অনুমোদিত ম্যাচ দেখতে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই আচরণকে আপত্তিকর বলে উল্লেখ করেছে ফুটবল নিয়ামক সংস্থা। অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তিনি শনিবার সিডনিতে অস্ট্রেলিয়া কাপের ফাইনালে সমর্থকদের একটি দলের মধ্যে ছিলেন, তাঁর ফ্যাসিবাদী অঙ্গভঙ্গি ক্যামেরায় ধরা পড়ে। সেই সঙ্গে অভিযোগ উঠেছে যে ওই ব্যক্তি অতি-ডানপন্থী ক্রোয়েশিয়ান গানগেয়েছিলেন।‘অল্প কিছু দর্শকের এমন আচরণের নিন্দা জানিয়ে বুধবার বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে  অস্ট্রেলিয়ার ফুটবল সংস্থা। ফুটবল অস্ট্রেলিয়া বলেছে যে অসামাজিক আচরণের জন্য একজন দর্শককে শনাক্ত করা হয়েছে এবং জাতীয় দল, এ-লিগ এবং অস্ট্রেলিয়া কাপের খেলা সহ ভবিষ্যতের যেকোনো খেলা থেকে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ফুটবল অস্ট্রেলিয়া আজ ভিডিও ফুটেজ এবং ছবি পরীক্ষা করে বলেছে যে বৃহত্তর অস্ট্রেলিয়ান ফুটবল সম্প্রদায়ের জন্য বিষয়টি খুব উদ্বেগের যে গ্যালারিতে বসে একজন দর্শক ‘হিটলার স্যালুট’ প্রদর্শন করছেন। ফুটবল অস্ট্রেলিয়া অনুমোদিত ইভেন্টগুলিতে অসম্মানজনক এবং আক্রমণাত্মক আচরণ প্রদর্শনের নিন্দা করে  শূন্য-সহনশীলতার নীতি গ্রহণ করে। তারা জানিয়েছে দর্শক, খেলোয়াড় বা কর্মকর্তাদের সঙ্গে অপমানজনক  আচরণ সহ্য করা হবে না। সেই সঙ্গে বলা হয়েছে  যে অন্যান্য ব্যক্তিদের সনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। সিডনির কমব্যাঙ্ক স্টেডিয়াম থেকে এ-লিগের দল ম্যাকার্থার এফসি এবং সিডনি ইউনাইটেড ৫৮-এর মধ্যে ম্যাচ চলাকালীন আটজনকে বের করে দেওয়া হয়েছিল। ফুটবল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস জনসন ফুটবল সম্প্রদায়ের কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন যে তিনি ভক্তদের আচরণে "মর্মাহত এবং উদ্বিগ্ন''। তাদের ক্রিয়াকলাপ ফুটবল সম্প্রদায়ের সদস্যদের অসম্মান, আঘাত এবং ক্ষুব্ধ করেছে। ''

সূত্র : khaleejtimes.com
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status