অনলাইন
প্রকাশ্যে হাছান মাহমুদ, ঈদ করলেন লন্ডনে
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(১ দিন আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকও পাশে ছিলেন।
৫ই আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ কোথায় আছেন এ নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন প্রকাশ্যে তাকে লন্ডনে দেখা গেছে।
এর আগেও অনেক নেতাকে লন্ডনে দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী, সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার ,আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, এমপি রনজিত চন্দ্র সরকার ও বিধান কুমার সাহা সহ অনেক জেলা পর্যায়ের নেতাদের । এদের বেশির ভাগই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
পাঠকের মতামত
চোরদের নির্লজ্জ হাসি!! "আল্লাহ তাদের হৃদয়সমূহ ও তাদের শ্রবনশক্তির উপর মোহর করে দিয়েছেন (১), এবং তাদের দৃষ্টির উপর রয়েছে আবরণ। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। (সুরা বাকারা, আয়াত ৭)"
লুট করে নেয়া বাংলাদেশ এর জনগনের টাকা গুলো বাংলাদেশ ব্যাংক এ ফেরত পাঠাও। দেশদ্রোহী মন্ত্রী গুলো।গুম, খুন, গনহত্যা, জনগণের অর্থ চুরির বিচার আগে করতে হবে।
দেশদ্রোহী চোর বাটপাড় বদমাশ ইন্ডিয়ান দালাল
He was a illiterate terrorist minister of Bangladesh.
আঙ্গুর তো কিসমিস হয়ে গেছে মামু। লুটপাট বন্ধ হয়ে গেলে এমন অবস্থাই বুঝি হয়!
All of them are shameless animals. "চোর"
১৪০০ মানুষ মেরেও এদের কোন অনুশোচনা নাই, কোন অনুতাপ নাই, লজ্জা-শরমের হিসাব তো বাদই দিলাম।
রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা নিয়ে দেশের সাধারণ মানুষের রক্ত ও ঘামে ভেজানো টাকায় অনিয়ম, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার সহ এমন কোন অপকর্ম নেই যা করেনি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার,সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ,
বাংলাদেশের যে ক্ষতি এরা করেছে, আল্লাহ্ যেনো দুনিয়াতেই এদেরকে এমন নিকৃষ্ট শাস্তি দেন, সেটা দেখে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশী রাজনীতিবিদ যেনো দেশের সাথে গাদ্দারি করার দুঃসাহস না করে। হাছান মাহমুদ এর মত গাদ্দারের মাথায় আর যাই হোক মুসলিমদের টুপি শোভা পায় না!
রাতে বেলট বাক্স ভর্তি করা চোরদের দৌড়ানি দিতে হবে। এদের লাজ শরম নাই
এই গণহত্যাকারী,গণদুশমনদের আশ্রয় দাতা সাথী সঙগিদের দেশের বাড়ি ঘরের ঠিকানা জানা থাকা দরকার
চেহারা দেখে মতন হচ্ছে সিঁদ কাটা চোর ধরা পড়ছে।
চেহারা থেকে তেল কোথায় গেল। এখন শুধু চোরের মতো লাগতেছে
যারা এই সব লোকদের আপ্প্যায়ন করে তারা কখনই ভালো মানুষ না ।
পতিত স্বৈরাচারের দোসর, গণহত্যাকারী আওয়ামীলীগের অবৈধ মন্ত্রী ড. হাছান মাহমুদ একজন খুনি, অত্যাচারী, জুলুমবাজ, গণতন্ত্র-বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরনকারী। অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসার ড. মুহাম্মদ ইউনুস সাহেবকে বলবো অবিলম্বে ২৪ এর জুলাই-আগস্টের সকল গণহত্যাকারীদের বিরুদ্ধে অবিলম্বে ইনর্টারপুলের মাধ্যমে রেড এলার্ট জারি করুন। মুক্ত আবহাওয়ায় এঁদের ঘুরাফেরা অবশ্যই দেশের জন্য ভয়াবহতা ডেকে আনবে। এঁরা দেশ ও জাতির চির শক্র।এঁদের কঠিন হতে কঠিনতম শাস্তির ব্যবস্থা করুন।
হাসাও মাহমুদ মুখ ভ্যাংচাইয়া ভ্যাংচাইয়া মিটমিট হাসু দিয়া কত বাজে কথা বিরোধীদের কইছ আর অহন যাইয়া চোরের মতো পলাই রইছ। কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরাও এর চেয়ে ভালো।
চোরদের নিজ দেশে তাড়িয়ে দিন
শয়তানটা মাথায় টুপিও দিছে!
ব্রিটিশ লুট করেছে, পাকিস্তান লুট করেছে। আর আওয়ামী লীগ মহা লুট করে বিদেশে পাচার করেছে।
সরকারের উচিত এইসব লোকের পাসর্পোট invalid করে বৃটেন সরকারের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আয়না ঘরে রাখা।