ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

অদ্ভুত কারণে বিশ্বকাপ শেষ হেটমায়ারের

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১১:০২ পূর্বাহ্ন

mzamin

সিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন শিমরন হেটমায়ার। ১১ ম্যাচে ২৮১ রান করেছেন গায়ানা অ্যামাজন ওরিয়র্সের অধিনায়ক। যা এই আসরের পঞ্চম সর্বোচ্চ  রান। দারুণ ছন্দে থাকা হেটমায়ার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলেও। তবে টি-টোয়েন্টি মহাযজ্ঞ শুরুর আগে অদ্ভুত কারণে বাদ পড়েছেন তিনি।

গত শনিবার সিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হয়। এরপর ওয়েস্ট ইন্ডিজের অধিকাংশ খেলোয়াড় বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অস্ট্রেলিয়ায় উড়ে গেছেন। হেটমায়ারের ফ্লাইট ছিল গত ১লা অক্টোবর (শনিবার)। পারিবারিক কারণ দেখিয়ে ফ্লাইট পরিবর্তন করেন তিনি। পরিবর্তিত ফ্লাইট ছিল ৩রা অক্টোবর (সোমবার)। তবে এবারও অপারগতা প্রকাশ করেন হেটমায়ার।

বিজ্ঞাপন
দু’বার ফ্লাইট মিস করায় বিশ্বকাপ দল থেকেই তাকে বাদ দিয়ে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, ‘শিমরন হেটমায়ার অস্ট্রেলিয়ায় তার পুনঃনির্ধারিত ফ্লাইট মিস করার পর, সিডব্লিউআই নির্বাচন প্যানেল এই সিদ্ধান্ত (বাদ দেয়ার) নিয়েছে। তার অনুরোধেই পারিবারিক কারণে ফ্লাইটের সূচি শনিবার থেকে পরিবর্তন করে ১ অক্টোবর করা হয়েছিল।’
হেটমায়ারের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন শামারাহ ব্রুকস। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডমস বলেছেন, ‘আমরা সিডব্লিআউ বোর্ড অব ডিরেক্টরসকে জানিয়েছি যে, নির্বাচক প্যানেল সর্বসম্মতিক্রমে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শিমরন হেটমায়ারের পরিবর্তে শামরাহ ব্রুকসকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ 

জিমি অ্যাডামস বলেন, ‘আমরা শিমরনের ফ্লাইট পরিবর্তন করে শনিবার থেকে সোমবার করেছিলাম। তাকে এটা স্পষ্ট করা হয়েছিল যে, অস্ট্রেলিয়া সফরে যদি আর কোনো বিলম্ব ও সমস্যা হয়, তাহলে তাকে বাদ দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্টের প্রস্তুতির জন্য দলের স্বার্থের সঙ্গে আপস করতে রাজি নই।’

সিপিএলে দারুণ পারফর্ম করেছেন হেটমায়ারের স্থলাভিষিক্ত ব্রুকস। ৮ ম্যাচের ৭ ইনিংস ব্যাট করে ৪০.১৬ গড়ে এবং ১৫৩.৫০ স্ট্রাইকরেটে ২৪১ রান করেন জ্যামাইকা তালাওয়াসের এই ব্যাটার। দ্বিতীয় কোয়ালিফায়ারে গায়ানাকে হারানোর ম্যাচে ১০৯* রান করে ম্যাচসেরা হন ব্রুকস। ফাইনালে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৪৭ রান করে জ্যামাইকাকে শিরোপা জেতাতে সাহায্য করেন তিনি।
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status