খেলা
রোনালদোর সম্মান বাঁচাতে ডার্বি খেলাননি টেন হাগ!
স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার
ম্যানচেস্টার ডার্বিতে বিধ্বস্ত হয়েছে ইউনাইটেড। ম্যান সিটির কাছে হেরেছে ৬-৩ গোলে। সম্ভ্রম হারানোর ম্যাচে নীরব দর্শক ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগিজ সুপারস্টারের অনুপস্থিতি অপ্রত্যাশিতই। আর ম্যানইউ কোচ এরিক টেন হাগ জানালেন, রোনালদোর সম্মান রক্ষার্থেই তাকে মাঠে নামাননি! এক যুগের বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর, ইউরোপিয়ান গোল্ডেন ‘শু’ রয়েছে ৪টি। ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। পর্তুগিজ সুপারস্টারের জাত চেনাতে এমন লম্বা বর্ণনার প্রয়োজন হয় না, তার নামই যথেষ্ট। যে কোনো দলের সেরা তারকা বিবেচিত হতে পারেন তিনি। তবে স্কোয়াডের এই বেস্ট প্লেয়ারই দিনদিন ম্যানইউর নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনার বাইরে চলে যাচ্ছেন। শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন। উত্তেজনায় পরিপূর্ণ ম্যানচেস্টার ডার্বিতে অন্তত স্টার্টিং ইলেভেনে অভিজ্ঞ রোনালদোকে প্রত্যাশা করেছিল সমর্থকরা। তবে আশায় গুড়েবালি। শুরুর একাদশ তো দূর, মাঠেই নামার সুযোগ হয়নি রোনালদোর। রোনালদোকে বদলি হিসেবে মাঠে না নামানোর কারণ বর্ণনা করতে গিয়ে স্কাই স্পোর্টসকে টেন হাগ বলেন, ‘তার লম্বা ক্যারিয়ারের সম্মানার্থে আমি তাকে মাঠে নামাইনি।’
রোনালদোকে না নামিয়ে অ্যান্থনি মার্শালকে নামান টেন হাগ। কোচের আস্থার প্রতিদান অবশ্য দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। শেষ ৬ মিনিটে দুইবার লক্ষ্যভেদ করেন তিনি। টেন হাগ বলেন, ‘(রোনালদোকে না নামানোর) আরেকটা বিষয় হলো অ্যান্থনি মার্শালকে নামানোর সুযোগ ছিল আমার।’
টেন হাগ বলেন, ‘এই মুহূর্তে আমি ইতিবাচক কিছু ভাবতে পারছি না। আমরা সমর্থকদের হতাশ করেছি, নিজেরা হতাশ হয়েছি। আমরা যখন মাঠে নিজেদের ওপর বিশ্বাস রাখবো না, আপনি ম্যাচ জিততে পারবেন না। এটা সহজ হিসাব।’