কলকাতা কথকতা
আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার বোধন, পঞ্চমীতেই কলকাতা জনসমুদ্র
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১ অক্টোবর ২০২২, শনিবার, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪১ অপরাহ্ন

আজ মহাষষ্ঠী। দেবী দুর্গার বোধন, অধিবাস। দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন আজ। বঙ্গবাসী কিন্তু পুজো শুরু করে দিয়েছে দু দিন আগেই। পান্ডেমিকের জন্য দুবছর পুজোর সমারোহ বাদ ছিল। এবার পুজো পুরোদমে। মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জা, বিশাল ইমারত সমান মণ্ডপ, মানুষের ঢল- সব মিলিয়ে পুজোর আয়োজন সম্পূর্ণ। এরই মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বর্তমান ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ক্লাবের পুজোর উদ্বোধন করলেন। বেহালা প্লেয়ার্স কর্নারের পুজো প্রবর্তনের হোতা ছিলেন সৌরভ এর বাবা চন্ডি গঙ্গোপাধ্যায়। সৌরভ সেই পুজোর উদ্বোধন করলেন পাশে মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুকে নিয়ে। সৌরভ জানালেন, পুজোর কদিন বাড়িতেই থাকবেন। বই পড়বেন, সিনেমা দেখবেন। অষ্টমীতে অঞ্জলি দেবেন প্লেয়ার্স কর্নার এর পুজোয়। ঢাকও বাজাবেন। সৌরভের বিভিন্ন স্মারক এবার দেখতে পাওয়া যাবে বড়িশা স্পোর্টিং এর পুজোয়। এই পুজোর থিমে এবার সৌরভ। থিমের বৈচিত্র্যে এবার পুজো নজর কাড়ছে। নানা কিসিমের থিম। শিল্পীদের ভাবনায় নানা বৈচিত্র্য। পুজোর সেই রৌনক যে ফিরে এসেছে তা বলাই বাহুল্য। তবে, বিশেষজ্ঞরা চিন্তিত একটি কারণে, যে ভাবে হাজার হাজার মানুষ বিনা মাস্কে পুজোর আনন্দে মাতছে, তাতে করোনা না আবার ছড়ায়। তাঁরা সতর্ক করছেন, কিন্তু শুনছে কে? সেই কারণেই প্রাইভেট হাসপাতালগুলি পুজোর পর করোনা ওয়ার্ড তৈরি রাখছে।