বাংলারজমিন
মেহেরপুরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
১ অক্টোবর ২০২২, শনিবারমেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের তালতলা মাঠ থেকে মধ্যবয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজিমপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছে স্থানীয়রা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তালতলা মাঠ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে মেহেরপুরের যাদুখালি পুলিশ ক্যাম্পের সদস্যরা। স্থানীয়রা জানান, জামারুল ইসলাম নামের এক কৃষক কয়েকজন শ্রমিক নিয়ে পিরোজপুর তালতলার মাঠে কলার কাঁদি কাটতে যান। এ সময় মাঠে দুর্গন্ধ পেয়ে কলা ক্ষেতের মধ্যে গিয়ে দেখেন একজন নারীর অর্ধগলিত লাশ পড়ে আছে। খবর পেয়ে স্থানীয় যাদুখালি পুলিশ ক্যাম্পের এস আই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে মেহেরপুর থানায় নেন। এ সময় লাশের পাশে থাকা একটি ছোট ব্যাগের মধ্যে কিছু মোবাইল নম্বর উদ্ধার করা হয়। পরে মোবাইল নম্বরের সূত্র ধরে ওই নারীর পরিচয় শনাক্ত করা হয়।