ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ত্রিদেশীয় সিরিজে অনিশ্চিত নাসিম শাহ!

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
mzamin

পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা নাসিম শাহ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও অনুমিতভাবে স্কোয়াডে ছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে সিরিজের বাকি অংশে অনিশ্চিত নাসিম। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই তরুণ পেসার। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি খেলার কথা ছিল নাসিমের। তবে মঙ্গলবার গভীর রাতে বুক ব্যথা শুরু হলে হাসপাতালে নেয়া হয় তাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তাদের মেডিকেল টিম নাসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। নাসিমের শারীরিক অবস্থা ও চিকিৎসার প্রতিবেদনের ওপর নির্ভর করছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে তিনি খেলতে পারবেন কি না। পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর, নিউমোনিয়া সারিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে।

বিজ্ঞাপন
তাই টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে নাসিমকে পাবে না পাকিস্তান। আগামীকাল সিরিজের ষষ্ঠ এবং ২রা অক্টোবর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের দাবি, নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজও মিস করতে পারেন নাসিম। এই সিরিজের জন্য ৩রা অক্টোবর দেশ ছাড়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। হাতে অল্প সময় থাকায় এরইমধ্যে আবার ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করতে হবে পিসিবিকে। এই সময়ে নাসিম সুস্থ না হলে তার নিউজিল্যান্ড যাওয়া হবে না। আগামী ৭ই অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ৮ই অক্টোবর ম্যাচ দিয়ে মিশন শুরু করবে স্বাগতিক নিউজিল্যান্ড। ৯ ও ১২ই অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ১৩ই অক্টোবর লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ১৪ই অক্টোবর হবে সিরিজটির ফাইনাল। ত্রিদেশীয় সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিমান ধরবে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status