কলকাতা কথকতা
গর্ভপাত নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট বড় রায় দিলো, কী সেই আদেশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন
গর্ভধারণ করা যেমন নারীর অধিকার তেমনই গর্ভপাত করার অধিকারও আছে নারীর। ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার একটি ল্যান্ডমার্ক রায়ে জানিয়েছে, বিবাহিত অথবা অবিবাহিত প্রতিটি নারী আইনি অধিকার পাবে গর্ভপাতের। মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি সম্পর্কিত একটি মামলায় এই রায় দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর-এর বেঞ্চ।
তারা তাদের রায়ে বলেছেন, বিবাহিত অথবা অবিবাহিত নারী গর্ভপাতের অধিকার পাবেন সমানভাবে। বৈবাহিক ক্ষেত্রে অনিচ্ছুক স্ত্রীর সঙ্গে মিলনের ফলে কোনও সন্তান আসার সম্ভাবনা দেখা দিলে প্রয়োজনে সেই অবাঞ্ছিত সন্তানকে গর্ভপাতের মাধ্যমে নষ্ট করলে তা অপরাধ বলে গণ্য করা হবে না। এতদিন পর্যন্ত নারী ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ করলে এমটিপি আইন অনুযায়ী গর্ভপাত করা যেত। নতুন আইনে ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করা যাবে। সুপ্রিম কোর্টের আর একটি রায়, ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করলে এবং তা স্ত্রীর সঙ্গে হলেও ধর্ষণ বলে গণ্য করা হবে।